সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: বাইক কেনা বেচাকে কেন্দ্র করে বিবাদের জেরে দিনে-দুপুরে লালগোলায় চলল গুলি। বিবাদ থামাতে গিয়ে পিস্তলের আঘাতে গুরুতর জখম হয় এক গ্রামীণ পুলিশ। লালগোলা থানার মানিকচক অঞ্চলের কাহারপাড়া এলাকার এই ঘটনায় রবিবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। সূত্রের খবর, কাহারপাড়া গ্রামের বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক আবু সুফিয়ান মাস খানেক আগে কৃষ্ণপুরের বাসিন্দা রমজান শেখের কাছ থেকে সাত মাসের পুরাতন একটি বাইক কেনে। রমজানকে নগদ ৪০ হাজার টাকা দেয় সুফিয়ান। বাকি টাকা পরবর্তীতে দেওয়ার কথা বলে সুফিয়ান। বাইক কিনে বাড়িতে রেখে সুফিয়ান যায় উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজে, কাজ থেকে ফিরে বাকি ১৫ হাজার টাকা দেওয়ার কথা ছিলো রমজানকে। কিন্তু, রবিবার হঠাৎই সুফিয়ানের বাড়িতে দুই বন্ধুকে সাথে করে পিস্তল নিয়ে ঢুকে পড়ে রমজান। ঘরের মধ্যে সুফিয়ানের বোন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পড়াশোনা করছিল, সেসময় তার ঘরে ঢুকে মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয় রমজান। তৎক্ষণাৎ খবর পেয়ে সেখানে ছুটে আসে গ্রামীণ পুলিশ তুহিন সেখ। রমজান সহ তার বন্ধুদের ধরতে গেলে ওই পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে অল্পের জন্য রক্ষা পান তুহিন সেখ। তখন তাকে ধরে তার মাথায় পিস্তল দিয়ে আঘাত করে রমজান ও তার বন্ধুরা। বেধড়ক মারধর করে ওই পুলিশকর্মীকে। তারপরেই বাইকে ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা। গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষজন ওই পুলিশকর্মীকে উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সুফিয়ান সেখের পরিবার লালগোলা থানায় রমজান সহ তার দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct