দেবাশীষ পাল, মালদা, আপনজন: রাজ্য সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল ১ ব্লকের পাকুরতলা এলাকায়। ত্রিশ মিনিট পর বিক্ষোভ প্রত্যাহার করে নেন বাসিন্দারা। দাবি না মানা কাজ বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন ক্ষিপ্ত এলাকাবাসী।সঠিকভাবে কাজ করার আশ্বাস দিয়েছে পূর্ত দফতর। মূলত,মালদহের চাঁচল আশাপুর রাজ্য সড়ক ওই রুটটি যোগাযোগের অন্যতম ভরসা চাঁচল,হরিশ্চন্দ্রপুর ও মালতীপুর বিধানসভার লক্ষাধিক পরিবারের।এই রুট দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাওয়া যায়। নিয়মিতভাবে সরকারি বাস, বেসরকারি যাত্রীবাহি (ছোট) পরিবহণ সহ পণ্যবাহী লরি ও অন্যান্য যানবাহন চলাচল করে।এককথায় ওই রুটি এই এলাকার উত্তরবঙ্গের প্রবেশ পথ।দীর্ঘ কয়েকবছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। প্রায় ১২ কিমি রাস্তার বিভিন্ন অংশে খনাখন্দ তৈরি হয়। এলাকাবাসীর সুবিধার্থে সম্প্রতি রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেয় রাজ্য সরকার। গত ৩১ শে জানুয়ারি মালদহে প্রশাসনিক সভাতে সেই রাস্তার শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাঁচল ও খরবা ভায়া চুড়ামন ঘাট পর্যন্ত ১১.৫০ কিমির রাস্তার বিভিন্ন এলাকায় প্রশস্তিকরণ ও দৃঢ়ীকরণের কাজ শুরু হয়েছে।বরাদ্দ হয়েছে ১৪ কোটি ৩৭ লক্ষ টাকা। অভিযোগ,সিডিউল না মেনেই সড়ক সম্প্রসারণের কাজ করা হচ্ছে। পুরনো পিচের আস্তরণ দুই ধারে না ফেলে সেগুলি রাস্তার কাঝে ব্যবহার করা হচ্ছে।সেই পিচ যুক্ত পুরণো আস্তরণ প্লান্টে নিয়ে গিয়ে বালি ও মাটি সংমিশ্রন করে পুণরায় রাস্তায় দেওয়া হচ্ছে বলে অভিযোগ।এমনকি সঠিকভাবে রোলার না করেই নিম্নমানের পাথর দিয়ে গর্ত ভরে দেওয়ার কাজ করা হচ্ছে বলে অভিযোগ।বিক্ষোভকারী বিশাল দাস বলেন,রাস্তার পুরণো ছাট অংশ ব্যবহার করে কাজ করা হচ্ছে। ঠিকাদার সংস্থার কাছে সিডিউল দেখতে চাওয়া হলেও এড়িয়ে চলেন। নিম্নমানের কাজ করে মুনাফা হাসিল করছে তাই মুখ খুলতে চাইছে না বলে সন্দেহ করছি।আরেক বিক্ষোভকারী মুশারফ হোসেন বলেন,এইভাবে দায়াসারাভাবে রাস্তার কাজ মেনে নেওয়া যায়না। তাই আমরা পূর্ত দফতরেও অভিযোগ জানিয়েছি।চাঁচল মহকুমা পূর্ত দফতরে অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার কুশান শিকদার এলাকাবাসীর অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছেন।তিনি বলেন,ঠিকাদার সংস্থা রাস্তার পুরণো অংশ দিয়েই কাজ করেছেন।দফতরের তরফে ওই ঠিকাদারকে শোকজ করা হয়েছে। নতুন করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct