সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : খবর সম্প্রচারের পরেও বনদপ্তরের জায়গা দখলের চেষ্টা বেসরকারি স্কুলের বিরুদ্ধে, বাজেয়াপ্ত করা হল জেসিবি । গত ২০২৩ সালে ২০ ডিসেম্বর বিষ্ণুপুরের চৌকান সংলগ্ন এলাকায় বনদপ্তরের জায়গায় স্থানীয় বিট অফিসারের মদেতে জঙ্গলে বহু মূল্যবান গাছ কেটে অবৈধভাবে রাস্তা নির্মাণ করার অভিযোগ একটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে, বনদপ্তরের অফিসার কে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা উঠেছিল চোর চোর স্লোগান । আমাদের খবর সম্প্রচারের পর ওই বিট অফিসারকে শোকজ করেছিল বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগ, বনদপ্তরের পক্ষ থেকেও স্কুলকে নোটিশ দেওয়ার কথা বলেছিলেন বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের ডিএফও। অভিযোগ ছিল ওই বেসরকারি স্কুলের খেলার মাঠে যাওয়ার জন্য রাস্তার প্রয়োজন বনদপ্তরের জায়গার উপর দিয়ে যে কারণেই তারা বহু মূল্যের গাছ কেটেছিল। এই ঘটনা দুমাস পেরিয়ে যাওয়ার পর আজ আবার ওই স্কুল কর্তৃপক্ষ ওই একই জায়গায় কাটা গাছের গোড়া উপরে ফেলছিল জেসিবি দিয়ে । ঘটনা নজরে আসে স্থানীয় বাসিন্দাদের পুনরায় তারা প্রতিবাদ করতে শুরু করে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের আধিকারিকরা এই ঘটনায় শোকজ হওয়া বিট অফিসার সেখানে গিয়ে জেসিবি সিজ করে।তবে যে স্থানীয়বাসীরা ওই অফিসারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল তারা এবার বনদপ্তরের এই কর্মকান্ডে ব্যাপক খুশি।সমগ্র ঘটনায় কুল কর্তৃপক্ষ মুখ খুলতে রাজি হননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct