আপনজন ডেস্ক: এক ফাইনালে একটি নয়, দুটি নয়, একদম তিনটি পেনাল্টি পেলো কাতার! তিনটিকেই গোলে পরিণত করলেন আকরাম আফিফ। এতে জর্ডানকে থামিয়ে এশিয়ান ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখলো কাতার। শনিবার দোহার লুসাইল স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপে জর্ডানকে ৩-১ গোলে হারায় কাতার। আফিফ পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে জর্ডানকে সমতায় ফেরান ইয়াজান আল নিয়ামাত। পরে আফিফের আরও দুই পেনাল্টি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতার। এই জয়ে পঞ্চম দল হিসেবে এশিয়ান কাপে টানা চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে কাতার। এশিয়ান কাটে এটি তাদের টানা দ্বিতীয় শিরোপা। এই কৃতিত্ব আছে শুধু জাপান, সৌদি আরব, ইরান ও দক্ষিণ কোরিয়ার। একমাত্র দেশ হিসেবে টানা তিনবার শিরোপা জয়ের রেকর্ড শুধু ইরানের। এবারের এশিয়ান কাপের বড় চমক ছিল জর্ডান। শুরু থেকে দারুণ পারফর্ম করা দলটি সেমিফাইনালে হারায় দুইবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে। তবে ফাইনালে সবচেয়ে বেশি শট, বেশি সময় বল দখল আর বেশি পাস খেলেও জর্ডান হেরেছে কাতারের আক্রমণাত্মক ফুটবলের কাছে। সপ্তম মিনিটে প্রথম আক্রমণটি শাণায় কাতার। আফিফের নেওয়া শট ফেরান জর্ডান গোলরক্ষক আবু ইয়াজিদ। ১৬তম মিনিটে ইয়াজান আল নিয়ামাতের দূরপাল্লার জোরাল শট জমা হয় কাতার গোলরক্ষক মেশাল বারশামের গ্লাভসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct