আপনজন ডেস্ক: ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে মহারাষ্ট্রের এক ব্যক্তিকে মারধর করল একদল জনতা। মুম্বইয়ের ৩৭ বছর বয়সিএক ব্যক্তি রবিবার অভিযোগ করেছেন যে জানুয়ারিতে ট্রেনে ভ্রমণের সময় তার পরিবারকে হয়রানি করা হয়েছিল এবং তাকে “জয় শ্রীরাম” বলতে বাধ্য করেছিল। তা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করার কয়েকদিন পরে ডানপন্থী কর্মীরা তাকে মারধর করেছিল। ২৪ জানুয়ারি আসিফ শেখকে মারধরের ২৬ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা আসিফ শেখকে মারধর করছে এবং তাকে বাধ্য করা হচ্ছে ‘জয় শ্রীরাম’ বলতে। শিশুকোলে এক মহিলাকে আসিফকে বাঁচানোর চেষ্টা করতেও দেখা যায়। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে আসিফ শেখ জানিয়েছেন, ১৯ জানুয়ারি তিনি যখন স্ত্রী ও মেয়েকে নিয়ে কঙ্কাভলি গ্রাম থেকে মুম্বই ফিরছিলেন, তখন ওই একই কামরায় ৩০ থেকে ৪০ জন পড়ুয়া অন্য যাত্রীদের ‘জয় শ্রীরাম’ বলতে বলছিলেন। শেখ জানান, তিনি একই দিন পানভেল রেলওয়ে স্টেশনে এই গোষ্ঠীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি বলেন, ‘আমার স্ত্রী বোরকা পরা ছিল। দলটি আমাদের কাছে এসে ‘জয় শ্রীরাম’ বলতে বলে। আমরা তাদের জিজ্ঞাসা করলাম কেন তারা আমাদের জোর করছে, যার ফলে তর্ক হয়েছিল। গ্রুপের একজন সদস্য পরে আমার মেয়ের দিকে এক কাপ গরম চা ছুড়ে মারে, যার পরে আমি অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিই। তিনি বলেন, পুলিশ প্রথমে সহযোগিতা করলেও পরে আমার অভিযোগ নিতে অস্বীকার করে। আমি পীড়াপীড়ি করার পর তারা অভিযোগ দায়ের করে। শেখ বলেছিলেন যে কনকাভলি পুলিশ তাকে তার বাড়িতে এসকর্ট করে নিয়ে গিয়েছিল। তিনি অভিযোগ করেন, তিনি যখন তার বাড়িতে পৌঁছান, তখন ১৫ থেকে ২০ জন আমার মাথার পেছনে লাঠি দিয়ে আঘাত করে।এমনকি আমার স্ত্রীকেও গণপিটুনি দেয়। যারা আমাকে মারধর করেছিল তাদের এখনও ধরতে পারেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct