আপনজন ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনীকে হটিয়ে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ঐতিহাসিক শহর ম্রউক উ’র দখলে নেয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে শহরটি দখলের দাবি করেছে গোষ্ঠীটি।বিবৃতিতে আরাকান আর্মি বলেছে, ম্রউক উ শহরের ৩১ পুলিশ ব্যাটালিয়নের হেডকোয়ার্টার দখলে নিয়েছে তারা।রাখাইনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ম্রউক উ শহরের পাশাপাশি আরাকান আর্মি মিনবিয়াও ও কিয়াকতাও শহরও দখল করে নিয়েছে।সংবাদমাধ্যম দ্য ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনে ম্রউক উ শহরটি ছিল জান্তা বাহিনীর সর্বশেষ সবচেয়ে বড় ঘাঁটি। তবে ইরাবতী আরকান আর্মির এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।স্থানীয় এক রাখাইন অধিকারকর্মী ইরাবতীকে জানিয়েছেন, উল্লিখিত তিনটি শহর জান্তা বাহিনীর কাছ থেকে দখল নেয়া বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। আরো সময় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের পর বিষয়টি নিশ্চিত করা যেতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct