নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: বাংলার সমস্ত স্কুল ও সব রাজ্য সরকারি চাকরি পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক চাই।এই দাবি ‘বাংলা পক্ষ’সংগঠনের। আগামী ২১ শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা ভাষার অধিকারের এই দুটি দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিচ্ছেন সেটাই জানালেন সংগঠনের শীর্ষ নেতা কৌশিক মাইতি।এ বিষয়েবাঙালির স্বার্থে দুটি দাবিকে সমর্থন জানিয়ে বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, চিত্রশিল্পী ও কবি থেকে শুরু করে সমাজের বহু গন্যমান্য ব্যক্তিরা সেই চিঠিতে সম্মতি দিয়ে স্বাক্ষর করেছেন। রয়েছেন বিশিষ্ট কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শিক্ষাবিদ পবিত্র সরকার, ভাষাবিদ প্রবাল দাশগুপ্ত, পুরাণবিদ ও ঐতিহাসিক নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, রাজ্য সভার সদস্য বিশিষ্ট আমলা জহর সরকার, সঙ্গীতশিল্পী রূপম ইসলাম, চলচ্চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি, কবি মৃদুল দাসগুপ্ত, কলকাতা প্রেস ক্লাবের সুমন গঙ্গোপাধ্যায়, সাহিত্যিকঅমর মিত্র, বিজ্ঞানীদীপ্যমান গাঙ্গুলি ও কবি মন্দাক্রান্তা সেন ছাড়াও দীর্ঘ নামের তালিকায় সই করেছেন সমাজে স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন এমন বিশেষ ব্যক্তিত্বরা। ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে সংগঠনের তরফে সমস্ত জেলায় ভাষা দিবস পালন করা হবে বলে জানা গিয়েছে।১৮ ফেব্রুয়ারি ‘বাংলা পক্ষ’র তরফে হাজরা থেকে নন্দন পর্যন্ত বিশাল একটি সুসজ্জিত শোভাযাত্রা বেরোবে, উপস্থিত থাকবেন সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় ছাড়া সাহিত্যিক ও সহযোদ্ধারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct