জাহেদ মিস্ত্রী ও মাফরুফা খাতুন, ক্যানিং, আপনজন: ভয়ংকর পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ১০ জন মাধ্যমিক পরীক্ষার্থী সহ তাদের দুই অভিভাবক।
শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত সাতমুখী মোড় এলাকায়। জখম সকলেই ক্যানিং ইটখোলা রাজনারায়ণ হাই স্কুলের ছাত্র-ছাত্রী। শনিবার ছিল মাধ্যমিক পরীক্ষা শেষ দিনের ভৌত বিজ্ঞান পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এমনই ভয়াবহ পথ দুর্ঘটনা। আহতদের মধ্যে দুই ছাত্র এবং এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
গুরুতর জখম অবস্থায় পথ চলতি মানুষজন তাদেরকে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় সেখান থেকে ওই তিনজনকে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
প্রথম দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় পরে আরেকটি গাড়ি এসে ধাক্কা মারে তিনটি অটো ও একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাটি ঘটেছে।
ঘটনাস্থলে আসেন এসডিপিও ক্যানিং রাম মন্ডল, আইসি ক্যানিং সৌগত ঘোষ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct