নিজস্ব প্রতিবেদক, সন্দেশখালি, আপনজন: অবশেষে গ্রেপ্তার হল সন্দেশখালির উত্তম সর্দার। শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুরেই উত্তম সর্দারকে তৃণমূল দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। পলাতক শাহজাহানের ঘনিষ্ঠ উত্তম সর্দার গত দুদিন থেকে গা ঢাকা দিয়েছিল। শনিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে পাকড়াও করে। একইসঙ্গে সন্দেশখালি বিজেপি নেতা বিকাশ সিংহকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত উত্তম সর্দার জেলা পরিষদের সদস্য ছিল। কিন্তু এখনো অধরা রয়েছে শেখ শাহজাহান ও শিবু হাজরা।
ধৃত উত্তম সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মূলত ধৃত উত্তম সর্দারের বিরুদ্ধে মাছ ভেরি দখল করে কাজ করিয়ে মজুরি না দেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে, সন্দেশখালি থানার খুলনা পঞ্চায়েতের শিতলিয়া গ্ৰামে একাধিক ঘর ভাঙচুর করা হয়বিজেপি, সিপিএম ও তৃণমূল কংগ্রেসের। খুলনার অঞ্চলের প্রধান সত্যাজতি স্যানাল ( হাটগাছা পোস্ট অফিসের পাশে)। সফিকুল গাজী( শিতলিয়া হাইস্কুলের পাশে)। এই দুষ্কৃতীদের নির্দেশে এই ঘটনা ঘটে বলে আভিযোগ।আরো জানা যায় রাতের অন্ধকারে এক বাড়িতে গিয়ে একটা বাচ্চাকে ছুরে ফেলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সন্দেশখালি থানার পুলিশ।জনতা তাদের আটকে রেখে বিক্ষোভ করে।সূএ মারফত জানা যায়, কিছু পুলিশকে আটকে রাখা হয়। তার মধ্যে হিঙ্গলগঞ্জ থানার ওসি ছিলেন। জনতাদের দাবি অবিলম্বে গ্রেফতার করতে হবে প্রধান সত্যাজতি সান্যালকে ও সফিকুল গাজীকে। না হলে বৃহত্তম আন্দোলনে নামা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct