আপনজন ডেস্ক: যেন স্বপ্নের মতো এক সময় কাটছে শামার জোসেফের।
গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক সিরিজে সাড়া ফেলা এই ক্যারিবীয় পেসার একের পর এক সুখবরের ধারায় এবার নাম লিখিয়েছেন আইপিএলে। তিন কোটি রুপিতে জোসেফকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আজ আইপিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংলিশ পেসার মার্ক উডের বদলি হিসেবে নেওয়া হয়েছে জোসেফকে।
২৪ বছর বয়সী জোসেফ এখন পর্যন্ত মাত্র দুটি টি–টোয়েন্টি খেলেছেন। সেটা গত বছর সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। যদিও দুই ম্যাচে ৮ ওভার বল করে একটি উইকেটও পাননি। তবে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ জোসেফকে আলোচনায় নিয়ে আসে। গ্যাবায় ওয়েস্ট ইন্ডিজের ৮ রানের জয়ে দ্বিতীয় ইনিংসে ৭টিসহ সিরিজে নেন ১৩ উইকেট। হন সিরিজ–সেরাও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সাড়া জাগিয়ে পিএসএলের দল পেশোয়ার জালমিতে চুক্তিবদ্ধ হন জোসেফ। ইংলিশ পেসার গাস অ্যাটকিনসনের বদলি করা হয় তাঁকে। জোসেফের খেলার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে চলা আইএল টি–টোয়েন্টিতেও। তবে টেস্টে সিরিজে পায়ে ব্যথা পাওয়ায় পরে আর খেলেননি।
এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি পেয়েছেন জোসেফ। সাদা বলের ক্রিকেটের কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, জুনের টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্যও তাঁকে ভাবা হচ্ছে। একের পর এক ভালো খবরের ধারায় এবার আইপিএলেও অভিষেক হতে যাচ্ছে তাঁর।
বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগটির এবারের আসর শুরু হবে মার্চের শেষ দিকে। লক্ষ্ণৌর নেতৃত্বে আছেন লোকেশ রাহুল, কোচ জাস্টিন ল্যাঙ্গার। সতীর্থ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও কাইল মায়ার্সদের পাবেন জোসেফ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct