আপনজন ডেস্ক: পাকিস্তানে অনুষ্ঠিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। ফলে ধারণা করা হয়েছিল— ইমরানের দল পিটিআইয়ের ভরাডুবি হবে। আর একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে নওয়াজ শরীফের মুসলিম লীগ-এন। তবে নির্বাচন শেষে দেখা যাচ্ছে উল্টো চিত্র। সবশেষ তথ্য অনুযায়ী, সবাইকে ছাড়িয়ে ৯৪ আসন পেয়েছে দলটি। কিন্তু এরপরও সরকার গঠন নিয়ে রয়েছে ধোঁয়াশা।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আরো কয়েকটি আসনের ফল ঘোষণা বাকি থাকলেও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কেন্দ্র এবং পাঞ্জাব প্রদেশে জোট সরকার গঠনে একমত হয়েছে।
এদিকে মাঠ ছাড়েনি ইমরান খানের দলও।
অন্যান্য দলের সঙ্গে জোট নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছে পিটিআই। বৈঠকে সাবেক ক্ষমতাসীন দল ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান, আসাদ কায়সার, আলী মুহাম্মদ খান এবং অন্যরা যোগ দেবেন। যেখানে নতুন কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠন নিয়ে আলোচনা হবে।
এর আগে দলটি নতুন কেন্দ্র সরকার গঠনের জন্য পিপিপি এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সঙ্গে জোট গঠনের বিষয়টি অস্বীকার করে। ব্যারিস্টার গহর বলেন, ‘আমরা পিপিপি বা পিএমএল-এনের সঙ্গে যোগাযোগ করছি না।’
তিনি দাবি করেছিলেন, পিটিআই শেষ পর্যন্ত ন্যাশনাল অ্যাসেম্বলির ১৫০টি আসনে জয় পাবে, যা এককভাবে সরকার গঠন করার জন্য যথেষ্ট হবে। গহর খান বলেন, ‘পিপিপি বা পিএমএল-এন কারও প্রয়োজন হবে না। আমরা কেন্দ্রে ও পাঞ্জাবে প্রাদেশিক সরকার গঠন করতে যাচ্ছি।’
যদিও দেশটির নির্বাচন কমিশন ঘোষিত সবশেষ ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে, সরকার গঠনের জন্য কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct