হাশিম আলি, ডিব্রুগড়, আপনজন: আসাম পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন (সিসিই) ২০২২-এ প্রথম হয়েছিলেন এক মুসলিম মহিলা রসিকা ইসলাম।
এবার আরও এক মুসলিম ছাত্রী ডেন্টাল কোর্স বিডিএস-এ অসমের মধ্যে প্রথম হয়েছেন আর ফারহিন যদিও ডিব্রুগড়ের সরকারি ডেন্টাল কলেজের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন।। গত ৯ ফেব্রুয়ারি অসম রাজ্যে বিডিএস (ডেন্টাল সার্জারি স্নাতক) কোর্সের চূড়ান্ত বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে ফারহিন তাবাসসুম এই অনন্য কৃতিত্ব অর্জন করেছেন।
ফারহিন দুটি বিষয়েও সম্মান অর্জন করেছেন- “কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এবং এন্ডোডন্টিক্স; এবং ক্রাউন ও ব্রিজ সহ প্রস্থোডোনটিক্স”।
ফারহিন তাবাসসুম ধালিগাঁওয়ের দিল্লি পাবলিক স্কুল থেকে সেক্ডোরি ও হায়ার সেকেন্ডারি পাশ করেন। তারপরে তিনি ২০১৯ সালে সরকারি ডেন্টাল কলেজ ডিব্রুগড়ে যোগদান করেছেন। গ্র্যাজুয়েশনের চার বছরের প্রতিটি বর্ষেই ভালো রেজাল্ট করে পার করেছেন তিনি।
ফারহিন তার এই কৃতিত্বের অংশীদার বাবা-মা এবং তার অধ্যাপকরা বলে জানিয়েছেন।
ফারহিনের তার বাবা ফরহাদ উল হক আইওসিএল বঙ্গাইগাঁও রিফাইনারিতে কাজ করেন এবং তার মা আরজু একজন গৃহিণী। তাদের দুই মেয়ের মধ্যে প্রথম সন্তান ফারহিন তাবাসসুম এবং দ্বিতীয় মেয়ে নিষাদ তামান্না বর্তমানে ধুবড়ি মেডিকেল কলেজে এমবিবিএস পাঠরত।
এর পাশাপাশি, ফারহিন একজন দক্ষ শিল্পীও এবং তার অনেক শিল্পকর্ম জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইংলিশ স্টাডিজের মর্যাদাপূর্ণ বার্ষিক ম্যাগাজিন এবং এইমস রায়পুর থেকে প্রকাশিত মনোরোগ সম্পর্কিত জনপ্রিয় মেডিকেল জার্নাল “মাইন্ডস” এ প্রদর্শিত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct