রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, আপনজন: মুর্শিদাবাদের হরিহরপাড়ার বিভিন্ন স্কুল ও কলেজ পরিদর্শন করলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। শুক্রবার সকালে হরিহরপাড়ার চোয়া এলাকার আসিয়ানা আশ্রম ও একটি বেসরকারি কলেভ পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন আহমদ হাসান ইমরান। এদিন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিডিও ছেরিং জাম ভুটিয়া, জয়েন্ট বিডিও আমস তামাং, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডল, হাজী একে খান কলেজের পরিচলন কমিটির সভাপতি হতেমুল ইসলাম, হাজী একে খান কলেজের প্রিন্সিপাল গৌতম কুমার ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। ট্যাংরামারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রেয়ার লাইনে গিয়ে ছবি তুললেন।পাশাপাশি হরিহরপাড়া হাজী এ,কে খান কলেজে গেলে ছাত্রছাত্রীদের হাতে তৈরি সুতির গামাছা দিয়ে তাকে বরণ করা হয়। যে সকল ছাত্র-ছাত্রীরা গামছা তৈরি করেছে তাদেরকে স্বীকৃতি হিসেবে সার্টিফিকেট দেওয়া হবে বলে জানান রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। এদিন হরিহরপাড়া ব্লকের বিভিন্ন এলাকার স্কুল ও কলেজে আসতে পেরে খুবই খুশি বলে জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct