সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: ৫৩ বছর বয়সী বিধবা মহিলাকে গণধর্ষণ করার অপরাধে চার জন অপরাধীকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সাজা ঘোষণা করা হয় শুক্রবার। রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক গুরুদাস বিশ্বাস এই সাজার রায় দেন। সাজা প্রাপ্তদের মধ্যে রয়েছে সুরেশ মুদি, কটা মুদি, শিবচরন মুদি ও পলাশ কোঁড়া।সকলেই বাড়ি বীরভূমের ময়ুরেশ্বর থানার রাজচন্দ্রপুর গ্রামে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালের ১৩ নভেম্বর ভাইফোঁটার দিন দুপুরে বীরভূমের ময়ূরেশ্বর থানার রাজচন্দ্রপুর গ্রামের ৫৩ বছর বয়সী এক বিধবা মহিলা গ্রাম সংলগ্ন মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। সেই সময় সুযোগ বুঝে উক্ত চারজন মিলিত ভাবে ওই মহিলার মুখে গামছা বেঁধে গনধর্ষন করে বলে অভিযোগ।বাড়ির লোকজন মহিলার খোঁজ করতে গিয়ে দেখেন মাঠের মধ্যে অজ্ঞান অবস্থায় রয়েছে।সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।জীবন মরন সংগ্রামে ডাক্তারদের প্রচেষ্টায় সুস্থ হয়ে ওঠে।পরদিন তার মায়ের অভিযোগ ক্রমে থানায় অভিযোগ দায়ের করা হয়।সেদিনই পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি মানিব্যাগ উদ্ধার করে এবং সেখানে থাকা পাসপোর্ট ছবির সূত্র ধরে অপরাধীদের চিহ্নিত করে আটক করে।অপরাধীরা তাদের কূকিত্তির কথা স্বীকার করে নেয়।এতদিন বিচার চলার পর গতকাল বিচারক আদালতে চার আসামিকে কাস্টডিতে নেয় এবং আজকে তাদের সাজার রায় ঘোষণা করেন।প্রত্যেকের ২০ বছর সশ্রম কারাদণ্ড এবং দশহাজার টাকা জরিমানা।জরিমানা অনাদায়ে আরো ছয়মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক বলে এক সাক্ষাৎকারে জানান সরকারি আইনজীবী উৎপল চ্যাটার্জি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct