দেবাশীষ পাল, মালদা, আপনজন: ব্যাংকের লোন পরিষদশোধ হয়ে গেলেও এখনও লোনের টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন গ্রাহকরা। এমনই অভিযোগ তুলে এলাকাবাসী একটি বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে বামনগোলা ব্লকের জগদল্লা গ্রাম পঞ্চায়েতের জেটরুল গ্রামে,ঘটনা এলাকাবাসী অভিযোগ লোনের টাকা দিনের পর দিন মাসের পর মাস টাকা পরিশোধ করলেও ওই সংস্থার কর্মীরা জানান টাকা পরিশোধ হয়নি এই নিয়ে এলাকাবাসী বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। এই বিষয় নিয়ে খবর দেওয়া হয়। পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে অবশেষে ওই সংস্থার লোন রিকোভারির দুই কর্মীকে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ নিয়ে যাই । এলাকাবাসীরা জানান এস কে নামক একটি সংস্থার কাছ থেকে লোন নেওয়া হয়, অভিযোগ ২০২১ সালে লোন নেওয়া হয়েছিল প্রায় ৭০ হাজার টাকার মতো দুই বছরের মধ্যে কিস্তি পরিশোধ গেলেও মাঝে মধ্যেই ওই সংস্থার ব্যাংকে থেকে ফোন করে বলা হচ্ছে তাদের লোন পরিশোধ হয়নি, কখনো বলা হছে ৭৮ হাজার কখনো ৬৫ হাজার লোন বাকি রয়েছে।দুই বছর ধরে আমাদের টাকা কোথায় জমা পরেছে।ওই সংস্থার ব্যাংকের টাকা এখনো বাকি রয়েছে এই নিয়ে গ্রাহকদের অভিযোগ দুই বছরে যে টাকা জমা দিয়েছি সেই টাকা কোথায় গিয়ে। তাই আজ ওই সংস্থার লোন নিতে আশা সংস্থার কর্মীদের, আমাদের গ্রামের বাসিন্দারা আটকে রেখেছে তাদের অভিযোগ লোনের টাকা পরিশোধ সত্বেও তাদের লোন বাকি রয়েছে বলে জানাচ্ছে।ওই সংস্থার কর্মীরা জানান- আমাদের আটকে রেখেছে এ বিষয়ে তাদের কোম্পানির সিনিয়র ম্যানেজার আসবে তাদের সঙ্গে কথা বলার পরেই তাদের ছাড়বে বলে জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct