মনিরুজ্জামান, বারাসত, আপনজন: দপ্তরের কাজের অগ্রগতি ত্বরান্বিত করতে শুক্রবার পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদের পৌরোহিত্যে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,স্থায়ী সমিতির সদস্য সামিম আরা খাতুন, ভানুমতী বালা, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সচিব প্রভাত চ্যাটার্জি, উপসচিব প্রলয় বাবু,বিভাগীয় বনাধিকারিক আকিব আলম,ত্রাণ ও পূর্নবাসন আধিকারিক উত্তর ২৪ পরগনা, অতিরিক্তি উপসচিব উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ,রেঞ্জ অফিসার বারাসাত, উত্তর ২৪ পরগনা,রেঞ্জ অফিসার ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা, বিশেষ রাজস্ব আধিকারিক-২ (D.L&L.R.O.) উত্তর ২৪ পরগনা প্রমুখ।
এদিনের আলোচ্যসূচির মধ্যে ছিল জেলার সকল ব্লকের পাট্টা সংক্রান্ত নথি বিষয়ে আলোচনা। জেলা পরিষদের সকল স্থাবর সম্পত্তি বিষয়ক নথি পেশ ও তার থেকে আদায়কৃত রাজস্বের পরিসংখ্যান পেশ। উত্তর ২৪ পরগনা জেলার প্রতিটি ব্লক ভিত্তিক ল্যান্ড ব্যাঙ্ক গঠন বিষয়ক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।জেলার প্রতিটি ব্লকে নতুন চারা গাছ তৈরীর পরিকল্পনা গ্রহণ করা।জেলা বন দপ্তরে বন্যপ্রাণ সংরক্ষণ ও উদ্ধার নিয়ে আলোচনা। সবুজশ্রীর ব্লক ভিত্তিক পর্যালোচনা।জেলার প্রতিটি রেঞ্জ অফিসের কাজের গঠনমূলক আলোচনা।জওহরকুঞ্জ বিট অফিসের গঠনমূলক আলোচনা।জেলা বন দপ্তরের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ সহ অন্যান্য। আলোচনার প্রেক্ষিতে কর্মাধ্যক্ষ ফারহাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর সহযোগিতায় গঠনমূলক কাজ পরিচালনায় সবরকমের সহযোগীতা প্রশংসনীয়। তিনি জেলার সমস্ত বি.এল.এ্যান্ড এল.আর.ও অফিসে জমির নাম পত্তনের ও শ্রেণী পরিবর্তনের বিষয়ে কতগুলি সমস্যা আছে, নাগরিকরা যাতে স্বচ্ছতা ও দ্রুততার সাথে পরিষেবা পায় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্ৰহণের কথা বলেন। বিগত দিনে পাট্টা বিতরণ করার ক্ষেত্রে অনীহা দেখা গেছে,অমীমাংসিত পাট্টাগুলির বিষয়ে আশু সমাধান করা প্রয়োজন। বিলিযোগ্য খাস জমির পরিমাণ কত এবং কত খাসজমি চিহ্নিত করার বাকি আছে সেগুলি দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। উপযুক্ত মানুষ বা প্রান্তিক হিসাবে যাদের কোনও থাকার জায়গা নেই, তাদেরকে যাতে পাট্টা দেওয়া যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাট্টা বিতরণের কাজে অধিকাংশ ব্লকের কাজের অগ্রগতি সন্তোষজনক নয়, সেগুলি সমাধান করার জন্য বলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct