নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: বাড়ি সামনে রাস্তার দখলকে কেন্দ্র করে চার ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ।গুরুতর আহত দুই গৃহবধূ।ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রাণীপুরা গ্রামে।এই ঘটনায় ব্যাপক মারধরের ফলে আহত হয়েছে সঞ্জীবা খাতুন(৫০) ও দুলালী খাতুন(৪০)নামে দুই গৃহবধূ।ওই দুই গৃহবধূকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।ঘটনার জেরে এদিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।দুই পরিবারের অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রানিপুরা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন, সুজারুদ্দিন ও হাকিমুদ্দিন এই তিন ভাইয়ের বাড়ির সামনের রাস্তা দখলকে ঘিরে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ভাই শামসুদ্দিন এর।এদিন দুপুরে শামসুদ্দিন এর পরিবারের লোকেরা ওই রাস্তার উপর বিচালির পালা এবং বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয় বলে অভিযোগ।এরপরই দুই পক্ষের মধ্যে রাস্তার দখল নিয়ে বিবাদ সৃষ্টি হয় এবং পরে তা সংঘর্ষে পরিণত হয়।এই ঘটনায় সুজারুদ্দিন ও হাকিমুদ্দিন এর দুই স্ত্রীকে বেধড়ক মারধর করে শামসুদ্দিনের পরিবার বলে অভিযোগ।গুরুতর আহত অবস্থায় তাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে এই ঘটনায় দুই পক্ষ হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েছেন।গোটা ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ। ভাই সুজারুদ্দিন জানান,তাদের বাড়ির সামনের রাস্তাটি রয়েছে সাড়ে চার শতক।এই রাস্তাটিতে চার ভাইয়ের অংশ রয়েছে।তবে শামসুদ্দিন এদিন সমগ্র রাস্তাটি দখল করে বিচালির পালা ও বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল।বাধা দিতে গেলে শামসুদ্দিনের স্ত্রী সহ দুই ছেলে তাদের পরিবারের দুই মহিলাকে বেধরকভাবে মারধর করে বলে অভিযোগ।অভিযুক্ত শামসুদ্দিনের ছেলে আমেরুল ইসলাম জানান,তার কাকারা তাদের অংশের রাস্তাটি দখল করে রেখেছে।তাই এদিন তারা নিজের অংশের রাস্তার উপরে বাঁশের ব্যারিকেড ও বিচালির পালা দিচ্ছিল।এতে তারা বাধা দিতে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজমের জানান,দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে।ঘটনার তদন্ত করছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct