রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হারিয়ে যাওয়া এক শিশু কন্যাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো মুর্শিদাবাদ জেলার সুতি থানার পুলিশ। শুক্রবার বিকেলে সুতি থানার পুলিশের তৎপরতায় শিশু কন্যাকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, শুক্রবার বেলা ১২ টা নাগাদ হঠাৎ নিখোঁজ হয়ে যায় সুতি থানার মহেন্দ্রপুর এলাকার দু-বছরের শিশু কন্যা মিসমা খাতুন। বহু খোঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। তৎপর হয়ে উঠে সুতি থানার পুলিশ। তারপরই বিকেল নাগাদ অরঙ্গাবাদ বোরবনা গ্যাস অফিস সঙ্গলগ্ন এলাকায় কান্নাকাটি করতে লক্ষ করা যায় শিশু কন্যাটিকে। তখনই তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে সুতি থানার পুলিশ। তারপরই বিকেল চারটা নাগাদ পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে শিশু কন্যাটিকে তুলে দেওয়া হয়। মাত্র কয়েক ঘনটার মধ্যেই শিশু কন্যাটিকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ায় সুতি থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন শিশু কন্যার বাবা মা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct