আপনজন ডেস্ক: সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে গত এক মাসে বিশ্বের ২৯টি দেশের ৫০০ ইসলামী ব্যক্তিত্ব পবিত্র উমরাহ পালন করেছেন। গত ১ ফেব্রুয়ারি উমরাহ প্রগ্রামের দ্বিতীয় দফায় এবার ১৫ দেশ থেকে ২৫০ জন উমরাহযাত্রী মদিনায় পৌঁছেন। দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গেস্ট অব কাস্টডিয়ান অব টু হলি মস্ক প্রগ্রামের আওতায় তাঁরা উমরাহ করেন। এবার উমরাহ পালন করা দেশগুলো হলো—বসনিয়া ও হার্জেগোভিনা, আলবেনিয়া, কসোভো, ম্যাসিডোনিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, মন্টিনিগ্রো, সার্বিয়া, গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য, ব্রাজিল ও আর্জেন্টিনা।এর আগে গত ৩ জানুয়ারি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় নির্দেশনায় এ বছর বিশ্বের সব দেশ থেকে সর্বমোট এক হাজার মুসলিম ব্যক্তিত্বকে পবিত্র উমরাহ করানোর অনুমোদন দেন। পরদিন প্রথম দফায় মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তাইওয়ান, মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, হংকংসহ পূর্ব এশিয়ার ১৪টি দেশ থেকে ২৫০ জন মুসলিম ব্যক্তিত্ব পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব যান।উমরাহ পালনের পাশাপাশি তাঁদের মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করানো হয়। মদিনায় অবস্থানকালে পবিত্র মসজিদে নববী, মসজিদে কুবা, বদর ও ওহুদ প্রান্তরসহ ইসলামের ইতিহাস সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেন।আর মক্কায় অবস্থানকালে পবিত্র কাবাঘরের গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্সসহ পবিত্র মসজিদুল হারামের আশাপাশ এলাকা পরিদর্শন করেন।সৌদি আরব প্রতিবছর রাষ্ট্রীয় অতিথি হিসেবে এক হাজারের বেশি মুসলিম ব্যক্তিত্বের পবিত্র হজের আয়োজন করে থাকে। গত বছর দেশটির সরকার বিশ্বের ৯০টির বেশি দেশ থেকে কয়েক হাজার জনকে হজ করিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct