আপনজন ডেস্ক: বিলকিস বানু মামলায় দোষীরা সুপ্রিম কোর্টের নির্দেশে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার কয়েকদিন পরে, তাদের মধ্যে একজনকে তার শ্বশুরের মৃত্যুর কারণে গুজরাত হাইকোর্ট পাঁচ দিনের প্যারোলে মুক্তি দিয়েছে, শুক্রবার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।দাহোদ জেলার বাসিন্দা দোষী প্রদীপ মোধিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে গোধরা জেলা জেল থেকে। ২০০২ সালের গোধরা দাঙ্গায় গুজরাতের মহিলা বিলকিস বানোকে গণধর্ষণ ও তাঁর সাত আত্মীয়কে খুনের মামলায় দোষী সাব্যস্ত ১১ জনের সাজা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।শ্বশুরের মৃত্যুর জন্য প্রদীপ মোধিয়া নামে এক আসামিকে পাঁচ দিনের প্যারোলে মুক্তি দিয়েছে গুজরাত হাইকোর্ট।দাহোদ জেলার ডেপুটি পুলিশ সুপার বিশাখা জৈন বলেন, “যেহেতু তারা বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে তাই এটি আদালত এবং কারাগারের মধ্যে রয়েছে। তিনি বলেন, ‘তাকে পুলিশে রিপোর্ট করতে হবে না।গোধরা জেলা সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশে মোধিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বিচারক এম আর মেংদে তাঁর শ্বশুরের মৃত্যুর কথা উল্লেখ করে হাইকোর্টে দায়ের করা আবেদনে মোধিয়াকে এক মাসের পরিবর্তে পাঁচ দিনের প্যারোলে মুক্তি দিয়েছেন। ২০২২ সালের আগস্টে, যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা ১১ জন দোষীকে কারাগার থেকে অকাল মুক্তি দিয়েছিল গুজরাত সরকার। সাজাপ্রাপ্তরা পঞ্চমহল জেলার নিকটবর্তী দাহোদ জেলার সিংভাড় তালুকের সিংভাড় ও রন্ধিকপুর গ্রামের বাসিন্দা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct