আপনজন ডেস্ক: প্রতিবেশি দক্ষিণ কোরিয়ার সাথে সব ধরনের অর্থনৈতিক সহযোগিতা চুক্তি বাতিল করতে যাচ্ছে উত্তর কোরিয়া।বুধবার (৭ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দক্ষিণ কোরিয়ার সাথে অর্থনৈতিক সমস্ত চুক্তি বাতিল করার পক্ষে ভোটগ্রহণ হয়।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, দুই কোরিয়ার সম্পর্কের অবনতি অব্যাহত থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি দক্ষিণ কোরিয়ার সাথে মাউন্ট কুমগাং পর্যটন প্রকল্প পরিচালনার বিশেষ চুক্তিসহ অর্থনৈতিক সহযোগিতার চুক্তিগুলো বাতিল করার পক্ষে ভোট দিয়েছে।এদিকে, উত্তর কোরিয়ার এই পদক্ষেপে প্রতিক্রিয়া জানিয়ে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপ আশ্চর্যজনক নয়। এটি করে উত্তর কোরিয়া কেবল তার বিচ্ছিন্নতাকে আরও বাড়াবে।’ মন্ত্রণালয়ের মুখপাত্র লি-সাং-মিন বলেন, ‘সিউল একতরফা পদক্ষেপকে স্বীকৃতি দেয় না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct