চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: স্থানীয় এক যুবকের তৎপরতায় উদ্ধার একটি পেঁচা।তুলে দেওয়া হল বন দফতরের হাতে। বৃহস্পতিবার সকালে জয়নগর মিত্রগঞ্জে কুলপি রোডের পাশের একটি পুকুরের ওপর থাকা জালে একটি পেঁচাকে পড়ে থাকতে দেখে স্থানীয় অমিত দাস নামে এক যুবক বন দফতরের বারুইপুর রেঞ্জের মথুরাপুর বিট অফিসে যোগাযোগ করে। আর খবর পেয়ে বন দফতরের মথুরাপুর বিট অফিসের তিন কর্মী এসে উদ্ধারকারী অমিত দাসের কাছ থেকে পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে যায়।এ ব্যাপারে বন দফতরের কর্মীরা জানান, এটি একটি লক্ষ্মী পেঁচা। জালে জড়িয়ে পায়ে সামান্য চোট পেয়েছে। আমরা ওর শারীরিক পরীক্ষা করে সুস্থ করে নরেন্দ্রপুর অভয়ারণ্যে পাঠিয়ে দেব। আর এব্যাপারে পেঁচা উদ্ধারকারী অমিত দাস নামে এক যুবক বলেন,এই পেঁচা বর্তমানে বিরল। তাই বন দফতরের হাতে তুলে দিতে পেরে আমি খুশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct