মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: দক্ষিণ দামোদর এলাকার মানুষদের হতে চলেছে স্বপ্ন পূরণ দামোদর নদীর উপর কৃষক সেতুর পাশে তৈরি করা হবে শিল্প সেতু। বাজেটে ঘোষণা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ।চার লেনের এই সেতুর দৈর্ঘ্য হবে ৬৪০মিটার। আগামী তিন বছরের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।খরচ হবে আনুমানিক ২৪৬ কোটি টাকা। কৃষক সেতুর উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজার হাজার যানবাহন এই সেতুর উপর যাতায়াত করে পূর্ব বর্ধমান ছাড়াও বাঁকুড়া, হুগলী ও দুই মেদিনীপুর জেলার মানুষেরা। কলকাতাগামী অসংখ্য গাড়ি এই পথে যাতায়াত করে। তাই দামোদর নদীর উপর একটি নতুন সেতুর প্রয়োজন এই দাবি বারবার করেছেন এলাকাবাসীরা। সেই দাবির উপর ভিত্তি করেই দামোদর নদীর উপর একটি নতুন সেতুর প্রয়োজন এই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে বারবার জানিয়েছেন এলাকার মন্ত্রী থেকে শুরু করে এলাকার বিধায়কগণ ও বিভিন্ন জনপ্রতিনিধিরা। আজ সেই দাবিকে মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রকল্পটির প্রথম বছরের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।এই খবরে দক্ষিণ দামোদরের রায়না , খন্ডঘোষ, মাধবডিহি, জামালপুর,ইন্দাস , পাত্রসায়ের এলাকা বিশেষ ভাবে উপকৃত হবে ।এই এলাকার সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct