সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণের মান নিয়ে অভিযোগ, হাতে করে পিচের চাঙড় তুলে প্রতিবাদ স্থানীয়দের। দুর্নীতির অভিযোগ বিরোধীদের । বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা এলাকায় আগেই পথশ্রী প্রকল্পে তৈরি একাধিক রাস্তার মান নিয়ে প্রশ্ন তুলে পথে নেমেছিলেন স্থানীয় বাসিন্দারা। এবার সেই একই ছবি দেখা গেল বাঁকুড়ার জঙ্গলমহলে। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকে পথশ্রী প্রকল্পে নির্মীয়মান রাস্তার মান নিয়ে স্থানীয় বাসিন্দারা শুধু প্রশাসনকে লিখিত অভিযোগ জানালেন তাই নয়, নির্মীয়মান রাস্তায় দেওয়া পিচের চাঙড় খালি হাতেই তুলে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন তাঁরা। সম্প্রতি বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের তুংচাঁচড় থেকে বাবুইবহড়া পর্যন্ত ২.২ কিলোমিটার রাস্তা পাকা করার কাজ শুরু হয় পথশ্রী প্রকল্পে। মুখ্যমন্ত্রীর সাধের এই প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকেই রাস্তা নির্মাণের মান নিয়ে ক্ষোভ দানা বাঁধতে থাকে এলাকার মানুষের মধ্যে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঠিকা সংস্থাকে স্থানীয়রা বললেও কোনো লাভ হয়নি। স্থানীয়দের দাবী নিয়ম থাকলেও প্রকল্পের নাম, বরাদ্দকৃত অর্থের পরিমাণ সহ প্রকল্পের তথ্য সম্বলিত বোর্ডও টাঙানো হয়নি এলাকায়। সম্প্রতি ওই রাস্তায় পিচ দেওয়ার কাজ শুরু করতেই এলাকার মানুষের ক্ষোভের আগুনে ঘি পড়ে। স্থানীয়রা পিচ ঢালা রাস্তার অংশে জমায়েত হয়ে দেখেন হাতের চাপেই উঠে আসছে পিচের চাঙড়। সাইকেলের ব্রেক কষলেও চাকার সঙ্গে আটকে যাচ্ছে রাস্তার পিচ। এরপরই রাস্তার মান নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় ব্লক প্রশাসনকে লিখিত অভিযোগ জানান এলাকাবাসী। পাশাপাশি রাস্তা থেকে হাতে করে পিচের চাঙড় তুলে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এই ঘটনাকে ঘিরে রানীবাঁধ ব্লক জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধী দলের দাবিসমস্ত প্রকল্পের মতো এই প্রকল্পেও রাজ্যের শাসক দলের মদতে দুর্নীতি হয়েছে। তার জেরেই এত নিম্নমানের রাস্তা তৈরিকরছে বরাত পাওয়া ঠিকা সংস্থা। শাসক দলের মদতে দুর্নীতির অভিযোগ না মানলেও নির্মীয়মান রাস্তার মান যে অত্যন্ত খারাপ তা কার্যত স্বীকার করে নিয়েছে তৃনমূল। সংশ্লিষ্ট ঠিকা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তৃণমূল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct