সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: গ্রেফতার হলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের ‘বেতাজ বাদশা’ খ্যাত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বৃহস্পতিবার আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের উত্তর কাশিপুর থানার পুলিশ এই নেতাকে গ্রেফতার করে।
সূত্র মারফত জানা গেছে ভাঙড় এলাকা থেকেই গ্রেফতার হন আরাবুল ইসলাম। উত্তর কাশীপুর থানার পুলিশ গ্রেফতার করলেও আরাবুল ইসলামকে কাশীপুর থানায় না রেখে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে তাকে। প্রশাসনিক বোদ্ধারা মনে করছেন, আরাবুল ইসলামের মতো ‘দোর্দণ্ডপ্রতাপ’ নেতাকে গ্রেফতার করে স্থানীয় থানায় রাখা ঝুঁকির। বিক্ষোভ-আন্দোলনের সম্ভাবনা থাকে। ঝুঁকি না নিয়ে তাই লালবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার তাকে বারুইপুর আদালতে তোলা হবে।
উল্লেখ্য, ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে বোম-গুলির লড়াইয়ে জড়ায় আইএসএফ-তৃণমূল। সেখানে উভয় দলের একাধিক কর্মী-সমর্থক খুন হন। আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা খুনের অভিযোগে মামলা দায়ের হয়। মামলায় নাম ছিল আরাবুল ইসলামের। সূত্রের খবর সেই খুনের মামলার ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন আরাবুল ইসলাম।
এছাড়াও ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের বিরুদ্ধে তোলা বাজির পুরানো অভিযোগ রয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে আরাবুল ইসলামের গ্রেফতারির নির্দিষ্ট কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে গোটা ভাঙড় এলাকায়।
আরাবুল ইসলামের গ্রেফতারি নিয়ে আশঙ্কা প্রকাশ করে সিপিআইএম নেতা তুষার ঘোষ ‘আপনজন’ প্রতিনিধিকে বলেন, ‘দীর্ঘদিন পর আরাবুল ইসলাম কে গ্রেফতার করা হল। এবার মিথ্যা মামলায় ভাঙড়ে বিরোধীদের গ্রেফতার করা হতে পারে।’ অপরদিকে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, পুলিশ রাজধর্ম পালন করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct