আপনজন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের হুমকি পাত্তা না দিয়ে লোহিত সাগরে আবারো জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে লোহিত সাগরে ছয়টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মঙ্গলবার অন্তত একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং অন্যগুলো সাগরে পতিত হয়েছে।
ব্রিটিশ সিকিউরিটি ফার্ম আমব্রে জানিয়েছে, মঙ্গলবারের হামলার সময় হুথিদের একটি অস্ত্র বার্বাডোসের পতাকাবাহী যুক্তরাজ্যের মালিকানাধীন একটি মালবাহী জাহাজের বাঁ দিকে সামান্য ক্ষতি করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিস্ফোরক বোঝাই দুটি হুথি কামিকাজে ড্রোন বোটের বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে- এমনটি জানানোর কয়েক ঘণ্টা পর হুথিরা এসব ক্ষেপণাস্ত্র ছোড়ে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনীর তত্ত্বাবধানে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, এসব নৌযান ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজের জন্য আসন্ন হুমকি সৃষ্টি করেছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেন, ‘আমরা হুথিদের সঙ্গে যুদ্ধ করছি না। আমরা হুথিদের সঙ্গে যুদ্ধে যেতে চাই না। কিন্তু তারা যদি হামলা অব্যাহত রাখে তবে আমরা তাদের সক্ষমতা ব্যাহত করা ও হ্রাস করা অব্যাহত রাখব।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct