মাফরুজা মোল্লা, ক্যানিং, আপনজন: বুধবার দুপুরে ক্যানিং শহরের বুকে এক বিরল ইতিহাসের সাক্ষী থাকলেন হাজার হাজার সাধারণ মানুষ।সাধারণ মানুষের উন্নয়ণের স্বার্থে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তৃণমূলের পার্টী অফিস ভেঙে ফেললেন।উল্লেখ্য ক্যানিং শহরে যানযট নিত্যদিনের এক বৃহত্তর সমস্যা।ক্যানিং-বারুইপুর রোডের পাশে গজিয়ে উঠেছে অসংখ্য দোকানপাট, বাড়িঘর। এছাড়াও নিকাশিনালা না থাকায় বর্ষার সময় যত্রতত্র জল জমে যায়। সাধারণ মানুষ কে সমস্যার সম্মূখীন হতে হয়।ক্যানিং শহরের উন্নয়ন এবং যানজট মুক্ত করার জন্য ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস স্বতঃষ্ফুর্ত ভাবে উদ্যোগ গ্রহণ করেন।যাতে করে ক্যানিং শহরের বিভিন্ন সমস্যা থেকে সাধারণ মানুষজন মুক্তি পায়।সিদ্ধান্ত গ্রহণ করেন ক্যানিং-বারুইপুর রোডের ক্যানিং থেকে বাহিরসোনা পর্যন্ত ৪.৪০ কিমি রাস্তার দুপাশে গজিয়ে ওঠা দোকানপাট, বাড়িঘর সরিয়ে দিয়ে নিকাশীনালা এবং ফুটপাথ তৈরী করা।গত ৫ ফেব্রুয়ারী সেই কাজের সুচনা হয়। ক্যানিং বাসষ্ট্যান্ড থেকে বাহিরসোনা পর্যন্ত ৪.৪০ কিমি রাস্তা সহ ১৮০০ মিটার ড্রেন ও ফুটপাথ নির্মাণের জন্য ১৭১৭০৭,৪৯৯ টাকা বরাদ্দ হয়েছে। ক্যানিং মহকুমা হাসপাতাল সংলগ্ন ক্যানিং-বারুইপুর রোডের পাশেই রয়েছে দিঘীরপাড় পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস কার্য্যালয়। সাধারণের উন্নয়নের স্বার্থে পঞ্চায়েত সদস্য তন্ময় দাস(দীপু) ও তৃণমূল কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভেঙে ফেলে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। দিঘীরপাড় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, ‘বিধায়ক পরেশরাম দাস ক্যানিংয়ের উন্নয়ণের জন্য ব্রতী।তাঁর অনুগামী আমরা।ফলে সাধারণ মানুষের সুবিধার জন্য রাস্তা, নিকাশিনাল, ফুটপাথ তৈরী হবে। উন্নয়ণে আমরাও সামিল হয়েছি।সেই কারণেই পার্টী অফিস ভেঙে অন্যত্র নিয়ে যাওয়ার কাজ চলছে।অন্যদিকে উন্নয়ণের স্বার্থে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভেঙে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে সাধারণ মানুষ সহ ফুটপাথের দোকানদারদের দাবী, ‘উন্নয়ণের স্বার্থে বিধায়ক পরেশরাম দাস যে কোন প্রকার আপোস করেন না। তার প্রমাণ ফুটপাথ দখলমুক্ত করতে সর্বপ্রথম তৃণমূল কংগ্রেসের পার্টী অফিস ভেঙে ফেলে অন্যত্র নিয়ে যাওয়া হয়।এটা ক্যানিংয়ের বুকে বিরল।এমন ঘটনার পর ফুটপাথ দখলকারীরাও স্বতঃষ্ফুর্ত ভাবে নিজের দোকানঘর অন্যত্র সরিয়ে নিয়ে যেতে ব্যস্ত।ঘটনা প্রসঙ্গে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস জানিয়েছে, ‘সাধারণ মানুষ আমাদের সাথে এবং পাশেই রয়েছেন বলেই উন্নয়ণ সম্ভব।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct