মনিরুজ্জামান, বারাসত, আপনজন: উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বুধবার কুমারপুর পরশমণি শিক্ষা বিতান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মির্জাপুর হাই স্কুলের ২০২৪ সালের ২৬২ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে এক অনুষ্ঠানের মাধ্যমে উৎসাহ প্রদান করা হয়। কুমারপুর পরশমণি শিক্ষা বিতান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরীক্ষার্থীদের হাতে কলম, স্বচ্ছ ক্লিপ বোর্ড, গোলাপ ফুল এবং মিষ্টির প্যাকেট দিয়ে আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা জানানো হয়। পরীক্ষার্থীরাও এই উৎসাহ এবং উপহার পেয়ে আপ্লুত। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম মুকুল,স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ইপ্তেসাম খাতুন,কুমারপুর পরশমণি শিক্ষা বিতান উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ওজিদুল হক সাহাজি (রিঙ্কু),কুমারপুর পরশমণি শিক্ষা বিতান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার রহমান, অমর হালদার,পঞ্চায়েতের সদস্য সদস্যাসহ বিশিষ্টজনেরা। মফিদুল হক সাহাজি বলেন,সামান্য উপহার তুলে দিয়ে এইসব পরীক্ষার্থীদের উৎসাহ দেওয়া হল। তারা যাতে এই পরীক্ষা পাশ করে আগামী দিনে আরও বড় জায়গায় যেতে পারে সেই শুভকামনা রইল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct