এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: বহুলালোচিত জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে আগামী শুক্রবার কলকাতার রাজাবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল ও রাণী রাসমণি এভিনিউতে ধর্না-অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দ ৷ এই আন্দোলনে সমস্ত মুসলিমদের শামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চোধুরী । তিনি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, আমরা লক্ষ্য করছি, পৃথিবীর মানুষরা দেখছেন বিজেপি-আরএসএস কোথায় নেমে এসেছে! আমরা বুঝিনা তাদের মধ্যে ভালো মানুষ আছে কী না । নোংরা, হঠকারী, দাঙ্গাবাজদের মতো কাজগুলো তারা করছেন । জ্ঞানবাপী মসজিদের নীচে পুজোপাঠ, উপরে মসজিদ! এটা কোথায় আছে ভারতবর্ষে? পৃথিবীতে কোথায় আছে? ভারতের সংবিধান কী অনুমতি দিয়েছে, ভারতীয় গণতন্ত্র কী অনুমতি দিয়েছে? সংসদ অনুমতি দিয়েছে? রাষ্ট্রসংঘ অনুমতি দিয়েছে?’ হিন্দুত্ববাদীদের হুঁশিয়ারি দিয়ে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, আরএসএস-বিজেপি এত নোংরা খেলা খেলছে কেন? তাদের কে ক্ষতি করেছে? যেমন করছেন তারা করুন । এত হঠকারী হয়ে আগুন নিয়ে খেলা ঠিক নয় । ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, কারুন বহুপ্রতাপশালী ব্যক্তি ছিলেন, কিন্তু তারা কোথায় চলে গেছে । আমরা বলব বিজেপি-আরএসএসের শুভবুদ্ধি হোক । তারা বুঝুন । তারা যদি মনে করেন মুসলিমদের শেষই করে দেবো, তখন কিন্তু ভদ্র চেহারা না হয়ে রাঙা চেহারা, সিংহের মতো গর্জনের চেহারা তারা দেখবেন ।’ এ সময় ঘুমিয়ে না থেকে সকলকে প্রতিবাদের শামিল হওয়া আহ্বান জানিয়েছে সিদ্দিকুল্লা চৌধুরী ৷ পাশাপাশি সমস্ত মসজিদ হেফাজতের জন্য সিদ্দিকুল্লাহ সাহেব এদিন আল্লাহর কাছে প্রার্থনা করেন ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct