সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: জাল নথির সাহায্যে হাজার হাজার ভুয়ো সিমকার্ড তুলে মোটা টাকা রোজগারের আশায় হোয়াটসঅ্যাপে ওটিপি পাচারের অভিযোগে গত ২১শে জানুয়ারি মুর্শিদাবাদ ও হুগলি জেলার বিভিন্ন স্থানে একই সময় তল্লাশি অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাদের কাছ থেকে উদ্ধার হয় বায়োমেট্রিক মেশিন সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস। ২২ শে জানুয়ারি ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের হেফাজতে নিয়ে এসটিএফ জিজ্ঞাসাবাদ করে সিম কার্ড চক্রে দিল্লি যোগ খুঁজে পায়। পরে এই চক্রে জড়িত মূল পান্ডা গৌরব শর্মাকে হিমাচল প্রদেশ থেকে গ্রেফতার করে এসটিএফ। বুধবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ভুয়ো সিমকার্ড চক্র ২০১৯ সাল থেকে সক্রিয়। টেলিগ্রাম, সুইগি, জমেটো, ক্রিপ্টো কারেন্সি সহ একাধিক আন্তর্জাতিক মাধ্যমকে ব্যবহার করে পাকিস্তান এবং চীনে ওটিপি পাচার করে টাকা লেনদেন করত তারা। এসটিএফ সূত্রে খবর, ওটিপির পাশাপাশি দেশের গোপন তথ্য পাচার করা হচ্ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে এসটিএফ। সেখানে জানতে চাওয়া হয়েছে, ভারতীয় নম্বরগুলি ব্যবহার করে পাকিস্তানে বা চিনে এখনো পর্যন্ত কতগুলি হোয়াটসঅ্যাপ চালু আছে এ বিষয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct