আপনজন ডেস্ক: ইসরায়েলকে সহায়তা বিলকে প্রত্যাখ্যান করে ভোট দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। মঙ্গলবারের ওই বিলটিতে ইসরায়েলের জন্য ১৭.৬ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্রস্তাব ছিল।প্রেসিডেন্ট বাইডেন নিজের ভেটো ক্ষমতা ব্যবহারের হুমকি দিলেও ১৬৭ ডেমোক্রেট আইন প্রণেতা এই বিলের বিপক্ষে ভোট দেন। ১৩ রিপাবলিকান আইন প্রণেতাও বিলটির বিরোধিতা করেন।বিলের বিপক্ষে দাঁড়ানো মার্কিন আইন প্রণেতারা বিলটিকে ‘নিন্দিত’ বলে আখ্যা দেন। তাদের দাবি, এই স্বতন্ত্র বিল প্রস্তাবিত আরও বড় আকারের নিরাপত্তা বাজেটকে উপেক্ষা করার উপলক্ষ, যেখানে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তার জন্য ২০ বিলিয়ন ডলার তহবিল সরবরাহ করার প্রস্তাব করা হয়েছিল।এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলকে নতুন করে এক হাজার ৭৬০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার সুপারিশ করে বাইডেন সরকার। সামরিক সহায়তা দেওয়ার এই বিলটি উপস্থাপন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এই সামরিক সহায়তা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত অস্ত্র ব্যবস্থা, কামান ও অন্যান্য যুদ্ধাস্ত্র তৈরির কথা ইসরায়েলের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct