বাবলু প্রামানিক, বারুইপুর, আপনজন: স্বাদে-গন্ধে অতুলনীয় জয়নগরের মোয়া। সেই মোয়ার মরশুম চলছে। এখন ব্যস্ততা তুঙ্গে উঠেছে মোয়া ব্যবসায়ীদের। তবে মোয়া হাব তৈরিতে দীর্ঘ টালবাহনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি, নির্মাণ কাজ শুরু হয়েছে। ২০২২ এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠকে এই জয়নগরেই মোয়া হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন। তারপর মোয়া হাবের জন্য বারংবার জায়গা বদল হয়েছে। শেষে জয়নগর- মজিলপুর পুরসভা জায়গা চিহ্নিত করে, রাজ্যের খাদি বোর্ডকে সেকথা জানায়। এরপর খাদি বোর্ড থেকে জায়গা পরিদর্শনও করা হয়। কিন্তু হাব নির্মাণের কাজ এখনও হয়নি। ফলে ক্ষোভ ছড়িয়েছে জয়নগর ও বহডুর মোয়া ব্যবসায়ীদের মধ্যে। সে কথা জানতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার জয়নগর বহড়ু মাঠে প্রশাসনিক বৈঠক করেন ২০২৪ এ ৯ই জানুয়ারী মঞ্চ থেকে আবার নতুন করে মোয়া ব্যবসায়ীর উদ্দেশ্যে বলেন আড়াই কোটি টাকার ব্যয়ে জয়নগরের মোয়া হাবের কাজ শুরু হবে সেই মুখ্যমন্ত্রীর কথামত তড়িঘড়ি জয়নগরে মোয়া হাবেব কাজ শুরু হয়েছে। খুশি ব্যবসায়ী মহলে বীণাপাণি মিষ্টান্ন ভান্ডারের অধিকত্তা গণেশ দাস বলেন এতে ব্যবসার অনেক উন্নয়ন হবে তাছাড়াও অনেক পর্যটক মোয়া কিনতে এই জয়নগরে আসবেন। যার ফলে জয়নগরে মোয়া বারোমাস পেতে কোনো অসুবিধা হবে না। জয়নগরে আপ্যায়ণ সুইটস রাজ বলেন তিন মাস মোয়া কর্মীরা তারা মোয়া নিয়ে কাজ করে আর বাকি নয় বসে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মীরাও সুখের মুখ দেখবে বারো মাস মোয়া তৈরি হলে তারা বারো মাস কাজ পাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct