আপনজন ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি জনপ্রিয় খোলা বাজারে বেশ কয়েকটি বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।মোগাদিসুর বৃহত্তম বাকারা বাজারের ব্যবসায়ী হাসান আলী রয়টার্সকে বলেন, আমি ১০ জন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন বলে বলে গণনা করেছি। আমার দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বাজারের কেন্দ্রস্থলে চারটি স্থানে বিস্ফোরণ ঘটেছে।বিস্ফোরণের জন্য কে দায়ী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় তবে সন্ত্রাসীগোষ্ঠী আল শাবাব প্রায়শই সোমালিয়া এবং অন্যান্য জায়গায় বোমা হামলা চালিয়ে থাকে। হামলার বিষয়ে দেশটির সরকারের মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।বাকারা হচ্ছে মোগাদিসুর বৃহত্তম বাজার। জমজমাট এই বাজর থেকে শহরের বেশিরভাগ বাসিন্দা তাদের খাবার, কাপড়, ওষুধ, ইলেকট্রনিক্স এবং অন্যান্য আইটেম প্রতিদিন কিনে থাকেন।আল শাবাব গত কয়েক বছর ধরে সোমালিয়ার ফেডারেল সরকার এবং আফ্রিকান ইউনিয়নের (এইউ) নির্ধারিত শান্তিরক্ষা বাহিনীর সাথে লড়াই করছে। শরিয়া আইনের নিজস্ব ব্যাখ্যার ওপর ভিত্তি করে নতুন সরকার প্রতিষ্ঠা করতে চাইছে এই গোষ্ঠীটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct