এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: সুষ্ঠু পরিষেবা প্রদানের লক্ষ্যে পানীয় জল ও রাস্তা পরিষেবা পেতে রাজ্যে সরকার চালু করল হোয়াটসঅ্যাপ নম্বর ৷ বুধবার বিধানসভা অধিবেশন চলাকালীন এই অভিনব উদ্যোগের কথা ঘোষণা করেন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় । তিনি জানান, রাজ্যের যেকোনও প্রান্তে পূর্ত দফতরের কোনও রাস্তা কোথাও খারাপ থাকলে ৯০৮৮৮২২১১১ এই নম্বরে অভিযোগ করা যাবে । অন্যদিকে, জনস্বাস্থ্য কারিগরি দফতরেও হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে । পানীয় জল পাওয়ার ক্ষেত্রে কোনও অভিযোগ থাকলে ৮৯০২০২২২২২ এবং ৮৯০২০৬৬৬৬৬ নম্বরে সমস্যা জানাতে পারবে সাধারণ মানুষ ।মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের যেসব গ্রামীণ এলাকায় এখনও পরিস্রুত পানীয় জল পৌঁছয়নি, সেখানে পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে । কোনও এলাকা যাতে বাদ না রয়ে যায়, এ ব্যাপারে নিশ্চিত হতেই বিধানসভায় বসানো হয়েছে ড্রপ বক্স । মন্ত্রী বলেন, বিধায়কদের সঙ্গে মানুষের জনসংযোগ অনেক বেশি । তাই বিধায়করা যাতে নিজেদের এলাকার পানীয় জল সমস্যার কথা জানাতে পারেন, সে কারণেই এই ড্রপ বক্স বসানোর উদ্যোগ । পানীয় জলের সমস্যা থাকলে বিধায়করা তাঁদের সমস্যার কথা লিখে এই ড্রপ বক্সে জমা দিতে পারবেন । সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ড্রপ বক্সে অভিযোগ জানানো যাবে । বিধায়করা এলাকার পানীয় জল সংকটের কথা জানালে দফতরের কর্মীরা সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে যাবেন ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct