আপনজন ডেস্ক: নির্বাচনের মাত্র একদিন আগেই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পিশিনে স্বতন্ত্র এক প্রার্থীর কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জনের বেশি।পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পিশিন শহরের খাজোনি এলাকায় দুপুর ১২টার দিকে ঘটেছে এই বিস্ফোরণ। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের সময় কার্যালয়ে ছিলেন না আসফান্দ। ফলে সৌভাগ্যক্রমে অক্ষত আছেন তিনি।পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ইতোমধ্যে এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়ে বেলুচিস্তানের শীর্ষ সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) তলব করেছে।আগামীকাল বুধবার সকাল থেকে পাকিস্তানজুড়ে শুরু হবে ১৬তম পার্লামেন্ট ইলেকশনের ভোটগ্রহণ। তার আগে ঘটল এই বোমা হামলা।হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনতে বেলুচিস্তান পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসিপির এক কর্মকর্তা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct