রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: দিনকয়েক আগে সাগরদিঘীর জগদল গ্রামে এক কর্মসূচী নিয়ে পৌঁছে যায় মুর্শিদাবাদের এক অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগারদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট আর তখনই ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের চোখে পড়ে যায় এক অত্যন্ত দুঃস্থ অসহায় পরিবার যার তিনটে শিশুই শারিরীক ভাবে প্রতিবন্ধী এবং পিতা মসু দেওয়ান একজন টোটোচালক , উনি তার স্ত্রী ও প্রতিবন্ধী তিন বাচ্চাদের নিয়ে খুব কষ্ট করেই সংসার চালাই এবং তাদের থাকার যোগ্য সেইরকম কোনো বাসস্থান পর্যন্ত নেই। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস সেই দুঃস্থ পরিবারের কোনরূপ সাহায্যার্থের কথা মাথায় রেখে সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায়কে জানালে, সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও বিজন রায় মহাশয়ের বিশেষ সহযোগিতায় উনাদের থাকার জন্য একটি বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় ,পাশাপাশি সেই পরিবারের মাসিক রেশন-পানি খরচও বহন করা হবে তাদের জানানো হয় । তারপরই যেমন কথা তেমন কাজ সাত দিনের মধ্যেই একটি বাড়ি নির্মাণের কাজ শুরু হয়ে যায় । যার শুভলগ্নে নারকেল ফাটিয়ে শুরু হয়ে যায় ভিত নির্মাণের কাজ। ভিত নির্মাণের শুভারম্ভে উপস্থিত ছিলেন বিজন রায় মহাশয় উনার স্ত্রী ও পুত্র বিপ্র রায় ,সাথে ছিলেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস এবং অন্যান্য সদস্যরা। সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন উনি প্রায় সেই গ্রামে বিভিন্ন কাজ নিয়ে যেতেন আর তখনই তার নজরে আসে এই ঘটনা, তখনই সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের সাধ্যমত যতটুকু সম্ভব আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সাগরদিঘী থানার বিশেষ সহযোগিতায় উনাদের বাড়ি তৈরী করে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct