সাদ্দাম হোসেন মিদ্দে, কলকাতা, আপনজন: স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ তিতুমীর (মীর নিশার আলি) গ্রাম উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানা এলাকার নারিকেলবেড়িয়া গ্রামকে ‘হেরিটেজ ভিলেজ’ ঘোষণার দাবি তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার ‘উল্লেখ পর্ব’-এ এই দাবি করেন ভাঙড়ের তরুণ বিধায়ক নওশাদ।উল্লেখ্য, গত বছরের নভেম্বরে উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ায় তিতুমীরের শহীদ দিবস স্মরণে বাঁশের কেল্লার স্মৃতিস্তম্ভে উপস্থিত হয়ে বাঁশের কেল্লার স্মৃতি বিজড়িত নারকেলবেড়িয়ায় বাঁশের কেল্লা স্মৃতি স্তম্ভে গিয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। সে সময় তিনি তিতুমীরের বংশধরদের সঙ্গে দেখা করে কথা বলেন। স্থানীয় শহিদ তিতুমীর মিশনের উদ্যোগে গড়ে তোলা তিতুমীর স্মারক সংগ্রহশালাটি ঘুরে দেখেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। তারপর সেই সময় নওশাদ সিদ্দিকী দাবি তুলেছিলেন, তিতুমীরের বাঁশের কেল্লার স্মৃতিবিজড়িত নারকেলবেড়িয়া গ্রামকে হেরিটেজ ঘোষণা করা হোক। সেই দাবি মানা না হওয়ায় এবার তিনি বিধানসভার মধ্যে রাজ্য সরকারের কাছে সেই দাবি ফের উত্থাপন করলেন।নওশাদ সিদ্দিকীর অভিযোগ,দেশের কৃষক আন্দোলনের পথিকৃত, স্বাধীনতা যোদ্ধা মীর নিসার আলি ওরফে তিতুমীরের সঠিক মূল্যায়ন হয়নি। তার আরও অভিযোগ, তিতুমীরের নামে মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। তিতুমীর-এর নামাঙ্কিত মেট্রো স্টেশনের নাম ফেরানোর দাবি জানান তিনি। উল্লেখ্য, নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে রয়েছে মোট ৯টি স্টেশন ৷ তার মধ্যে একটি স্টেশনের নামকরণ করা হয়েছিল স্বাধীনতা সংগ্রাম িততুমীরের নামে। কলকাতা মেট্রোর মতো এই রুটে অন্য কয়েকটি স্টেশনের নাম সত্যজিৎ রায়, কবি সুকান্ত ভট্টাচার্য প্রমুখদের নামে রাখা হয়েছিল। এই রুটের কাজের দায়িত্বে রয়েছে রেলবিকাশ নিগম লিমিটেড। সেই কারণে এই অংশে স্টেশনের প্রস্তাবিত নামকরণ করা হয় সংস্থার তরফেই। তারা তিতুমীর স্টেশনের নাম পরিবর্তন করে সিটি সেন্টার-২ রেখেছে। সেই নাম প্রত্যাহার করে পুনরায় স্বাধীনতা আন্দোলনের কৃষক নেতা তিতুমীরের নামে রাখার দাবি তুলেছেন বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct