আপনজন ডেস্ক: কানাডা বিদেশি নাগরিকদের ওপর বাড়ি কেনায় নিষেধাজ্ঞার মেয়াদ আরো দুই বছর বাড়াতে যাচ্ছে। কোভিড-১৯ মহামারির পর দেশটির আবাসন খাতে সৃষ্ট অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিচ্ছে জাস্টিন ট্রুডোর সরকার। এর আগে একই কারণে শিক্ষার্থীদের প্রবেশ সীমিত করার কথা জানায় কানাডা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন প্রস্তাবের বিষয়টি অবহিত করেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। খবর ভ্যাঙ্কুভার সান।এক বিবৃতিতে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, ‘বিদেশিদের ওপর বাড়ি কেনার নিষেধাজ্ঞা ২০২৭ সাল পর্যন্ত বাড়াতে চাচ্ছে সরকার।গত বছর দেওয়া নিষেধাজ্ঞা ২০২৫ সালে শেষ হওয়ার কথা ছিল। ঐ ঘোষণা অনুসারে, কানাডার নাগরিক নন এমন ব্যক্তি কিংবা তাদের কোনো প্রতিষ্ঠান দেশটিতে বাড়ি কিনতে পারবে না। অবশ্য কিছুটা ব্যতিক্রম রাখা হয়েছে। বিশেষ করে সাময়িকভাবে কাজের অনুমোদন পেয়েছেন এমন ব্যক্তি, শরণার্থী ও বিদেশি শিক্ষার্থীদের জন্য এ বিধিনিষেধ কিছুটা শিথিলযোগ্য। নিষেধাজ্ঞা আইন অনুসারে, যদি কোনো বিদেশি আইন লঙ্ঘন করেন তাহলে তাকে ১০ হাজার ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে। পাশাপাশি সেই সম্পত্তি বিক্রি করতে বাধ্য হবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct