আপনজন ডেস্ক: জাতিসংঘ বলছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি হামলা এড়াতে ‘সম্ভাব্য সবকিছু’ করতে হবে।জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তর সতর্ক করে বলেছে, স্থল আগ্রাসনের ফলে কী ঘটতে পারে তা আমরা সতর্ক করতে পারি এবং আইনে কী বলা আছে তা আমরা পরিষ্কার করতে পারি।জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) মুখপাত্র জেনস লায়ের্কে জেনেভায় এক ব্রিফিংয়ে বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ঘনবসতিপূর্ণ এলাকায় নির্বিচারে বোমা হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।’জেনস লায়ের্কে বলেন, স্পষ্ট করে বলতে গেলে, এই পরিস্থিতিতে রাফায় তীব্র অভিযান বড় আকারের বেসামরিক প্রাণহানির কারণ হতে পারে এবং এটি এড়াতে অবশ্যই আমাদের ক্ষমতার মধ্যে সম্ভাব্য সবকিছু করতে হবে।ইসরায়েলি বাহিনীর নির্দেশে রাফায় প্রায় ১৪ লাখ মানুষ আশ্রয় নিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct