সানাউল্লাহ আহমেদ, কলকাতা, আপনজন: রবিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে সাড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠিত হল রুরাল কমিউনিটি হেলথ ওয়ার্কার অ্যান্ড আয়ুষ কনফারেন্স-২০২৪। এদিনের সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অল বেঙ্গল হোমিওপ্যাথি ডক্টরস ফোরামের চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী মোহিত এবং সামগ্ৰিক উদ্যোগক্তা বিশিষ্ট লেখক ও সমাজ সেবক ডাঃ এন হক। সম্প্রতি ডাক্তারিতে এক্সিট এক্সামিনেশনের ইতিবাচক এবং নেতিবাচক দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করেন ডা. মোহিত এবং ডাঃ সুজয় পালিত । ডাঃ মোহিত বলেন, মেডিক্যালে সর্বভারতীয় পরীক্ষা (নিট) দিয়ে পাশ করে ডাক্তারি পড়াশোনা শুরু। এই কোর্স পাশ করে ফের সর্বভারতীয় পরীক্ষায় বসতে হবে বলে বলা হচ্ছে। এতে বিপাকের মধ্যে হাজার হাজার হোমিওপ্যাথি পড়ুয়ারা। কারণ, গোটা কোর্স সম্পন্ন করে ফের পরীক্ষায় বসা দুর্ভাগ্যজনক এবং রীতিমত কষ্টসাধ্য ব্যাপার। তাঁর বক্তব্য, ৩০ হাজারহোমিওপ্যাথি ডাক্তার ফার্মাকোলজি ট্রেনিং থেকে বঞ্চিত। ডাক্তারি পড়াশোনায় যাঁরা ফার্মাকোলজি ছাড়া পাশ করেছেন, তাদেরকে অবিলম্বে ফামাকোলজিস্ট কোর্স করাতে হবে সরকারকে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট হোমিওপ্যাথি ঔষধ কোম্পানীর সঞ্চালক ডাঃ চঞ্চল কুমার দেব, ডাঃ শম্পা দাস, ডাঃ মুজিবর রহমান,ডা.এমসি ঝুনঝুনওয়ালা, ডা. সুজয় পালিত, ডা. এন হক ছাড়াও অন্যান্য চিকিৎসগণ উপস্থিত ছিলেন। মঞ্চে অধ্যাপক এল এম খান ও সার্জেন ডা. ড. সুজয় পালিত, ডা. এসসি দেব- এমসি কুনজুনওয়ালাকে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি রিসার্চ ল্যাব্রোটারির ম্যানেজিং চিকিৎসায় শিক্ষা দানে অনন্য ভূমিকার জন্য ডিরেক্টর চঞ্চল চন্দ্র দেব, এম ভট্টাচার্য অ্যান্ড ‘ইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা সংস্থার কিং অ্যান্ড কোম্পানির জ্যোতি হয়। বিভিন্ন সম্মানে ভূষিত হন ডা. এন হক, গোয়েঙ্কার তরফ থেকে বিমান ঘটক। সেমিনারের মুখ্য সীমা দেব ও চঞ্চল কুমার দেবকে ‘বঙ্গ গৌরব’ ব্যবস্থাপনায় ছিলেন ফাস্ট ডাক্তার হাসান মির্জা সম্মানিত করা হয়। বিশিষ্ট চিকিৎসক ও লেখক মির্জা ওয়েলফেয়ার ট্রাস্টের অধিকর্তা নাইদুল হক সাহেব কে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct