নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে জাল ওবিসি সার্টিফিকেট জমা করে আসীন হয়েছেন বাংলাদেশী নাগরিক! এমনই চাঞ্চল্যকর অভিযোগ এর ভিত্তিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে অমৃতা সিনহার বেঞ্চ ওই নব নিযুক্ত প্রধানের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০ দিনের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে চাঁচল মহকুমা শাসক কে। অভিযোগ,গত পঞ্চায়েত নির্বাচনে মালদহের চাঁচল বিধানসভার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লাভলি খাতুন নামে এক মহিলা। অভিযোগ তিনি ভারতীয় নন। তিনি বাংলাদেশী নাগরিক। ভুয়ো জাতিগত শংসাপত্র বার করে তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জেতার পর আপাতত তিনি পঞ্চায়েত প্রধান হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। গ্রামবাসী পাঁচ মামলাকারীর অভিযোগ,পঞ্চায়েত নির্বাচনের আগে বিষয়টি নিয়ে একাধিকবার বিডিওর কাছে অভিযোগ জানানো সত্বেও কোন সুরাহা হয়নি। তাদের আরো অভিযোগ,লাভলি খাতুনের জন্ম বাংলাদেশে। তারপর এদেশে আসার পর এক ভারতীয়র সঙ্গে তার বিয়ে হয়। তার বাবা হিসেবে কাগজে-কলমে যার নাম রয়েছে তিনি তার জন্মদাতা পিতা নন। দত্তক পিতা হিসেবে তার নাম রয়েছে। কিন্তু মুসলিম আইনে দত্তক গ্রহণযোগ্য নয়। এবং এক্ষেত্রেই নথি বিকৃত করে লাভলি খাতুন জাল শংসাপত্র বার করেছেন বলে অভিযোগ। যদিও লাভলি খাতুনের আইনজীবীর পাল্টা দাবি তিনি ভারতীয় নাগরিক এবং তার কাছে যাবতীয় প্রমাণপত্র রয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আগামী ১২ ফেব্রুয়ারি উভয় পক্ষের হিয়ারিং করে অভিযোগ শুনতে হবে চাঁচলের মহকুমা শাসক কে। পাশাপাশি লাভলি খাতুন কে তার প্রমাণ পত্রের সমস্ত নথি হলফনামা আকারে জমা দিতে হবে আদালতে। আগামী ২০ ফেব্রুয়ারি মহকুমা শাসক কে হলফনামা আকারে এ ব্যাপারে রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ওইদিন আবার মামলার শুনানি হবে। এ বিষয়ে চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখার্জি জানান,কোর্টের নির্দেশ এখনো হাতে পায় নি। পেলে নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। সিপিএমের রাজ্য কমিটির নেতা জামিল ফিরদৌস জানান,নির্দেশের কথা শুনেছি। দেখা যাক প্রশাসন কি তদন্ত করে। অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি মর্জিনা খাতুন জানান এ বিষয়ে বেশি মন্তব্য করব না,আইন আইনের পথেই চলবে। প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct