আপনজন ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধি মঙ্গলবার বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ব্লক ইন্ডিয়ার “গুরুত্বপূর্ণ” অংশ এবং জোটের সদস্যদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন ঝাড়খণ্ডেরগুমলা জেলার বাসিয়ায় এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধি এই বিবৃতি দেন। তিনি বলেন, মমতাজি ইন্ডিয়া জোটের অন্যান্য সদস্যদের মতোই এর গুরুত্বপূর্ণ অংশ। আসন ভাগাভাগি নিয়ে জোটের সদস্যদের মধ্যে দরকষাকষি চলছে, এটাই স্বাভাবিক।
উল্লেখ্য, গত সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তার দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লোকসভা ভোটে লড়বে না। নির্বাচনে বিজেপিকে সাহায্য করতে কংগ্রেস সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে বলে অভিযোগ করেন মমতা।এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জোট ভেঙে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দেওয়া প্রসঙ্গে রাহুল বলেন, তার চলে যাওয়ার কারণ কী হতে পারে তা আপনারা অনুমান করতে পারেন। ভারত জোটের অংশ হিসেবে আমরা বিহারে লড়াই করব।প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির নেতৃত্বে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ মঙ্গলবার তার ২৪ তম দিন পূর্ণ করেছে। আজ খোন্তিতে ভগবান বীরসা মুন্ডা মূর্তির মালাপুশি দিয়ে যাত্রা শুরু হয়। এদিকে, রাহুল গান্ধি বীরসা মুন্ডাজির পরিবারের চতুর্থ প্রজন্মের সাথেও দেখা করেছেন। বিপুল জনসমর্থনের মধ্যে ঝাড়খণ্ডের খন্তি, গুমলা, সামদিগা হয়ে সন্ধ্যায় যাত্রাটি ওড়িশায় প্রবেশ করে। এদিনের যাত্রায় রাহুল গান্ধিও গুমলায় সাংবাদিক সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, আজ দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অবিচার। যুবকরা বেকার, পাবলিক ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, জাতিভিত্তিক আদমশুমারি করা হচ্ছে না, সংরক্ষণ ৫০ শতাংশে সীমাবদ্ধ করা হয়েছে, কৃষক ও শ্রমিকদের প্রতি অবিচার করা হচ্ছে। মোদি সরকার যদি প্রতিটি পদক্ষেপে জনগণের প্রতি অবিচার করবে, তাহলে ভারত কীভাবে সংযুক্ত হবে। কংগ্রেস এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে নেমেছে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধিও একটি বড় ঘোষণা করেছেন।তিনি বলেন, মোদি সরকার নোট বাতিল ও জিএসটি প্রয়োগ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের ধ্বংস করেছে। তাই কেন্দ্রে কংগ্রেস সরকার এলে প্রথমে জিএসটি প্রতিস্থাপন করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct