আপনজন ডেস্ক: দেশের মুসলিমদের অন্যতম শীর্ষ সংগঠন জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার রাজ্য সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমরা শরিয়াহ বিরোধী কোনও আইন অনুমোদন করি না। মঙ্গলবার নয়া দিল্লিতে জারি করা এক বিবৃতিতে আরশাদ মাদানি বলেন, একজন মুসলমান সব কিছুর সঙ্গে আপস করতে পারে, কিন্তু কেউ তার শরিয়ত ও ধর্মের সঙ্গে আপস করতে পারে না। তিনি বলেন, মঙ্গলবার উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি পাস করা হয়েছে, যাতে ভারতের সংবিধানের ৩৬৬ অনুচ্ছেদের ২৫ অধ্যায়ের উপ-ধারা -৩৪২-এর অধীনে তফসিলি উপজাতিদের নতুন আইন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যুক্তি দেওয়া হয়েছে যে তাদের অধিকার সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে সুরক্ষিত।মাওলানা মাদানি প্রশ্ন তোলেন যে যদি সংবিধানের একটি ধারায় তফসিলি উপজাতিদের এই আইন থেকে আলাদা রাখা যায়, তবে নাগরিকদের মৌলিক অধিকারের স্বীকৃতি দিয়ে সংবিধানের ২৫ এবং ২৬ ধারায় কেন আমাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া যাবে না। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তাই অভিন্ন দেওয়ানি বিধি মৌলিক অধিকারকে অস্বীকার করে, যদি অভিন্ন নাগরিক বিধি হয় তাহলে নাগরিকদের মধ্যে এই বৈষম্য কেন? তিনি আরও বলেন, আমাদের লিগ্যাল টিম বিলের আইনি দিকগুলো পর্যালোচনা করবে তারপর আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, সত্যি কথা হচ্ছে কোনো ধর্মের বিশ্বাসী তার ধর্মীয় বিষয়ে কোনো ধরনের অযৌক্তিক হস্তক্ষেপ বরদাশত করতে পারে না। তিনি বলেছিলেন যে ভারতের মতো বহুত্ববাদী দেশে, যেখানে বিভিন্ন ধর্মের অনুসারীরা তাদের বিশ্বাস এবং ধর্মীয় রীতিনীতি এবং অনুশীলনগুলিকে শতাব্দী ধরে সম্পূর্ণ স্বাধীনতার সাথে অনুসরণ করে আসছে, সেখানে আজ অভিন্ন নাগরিক বিধির প্রয়োগ নাগরিকদের দেওয়া মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক। সংবিধান দেশের ব্যক্তিগত আইনের জন্য নয়, দেশের ধর্মনিরপেক্ষ আদর্শ বজায় রাখার জন্য। কারণ ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। মাদানি
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct