আজিজুর রহমান, গলসি, আপনজন: আচমকা ডাইরিয়ায় আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী। অগত্যা হাসপাতালের বেডে বসে দিচ্ছে বুদবুদের মানকর গার্লস স্কুলের ছাত্রী রক্তিমা ঘোষাল। তার পরীক্ষা দেবার সকল ব্যবস্থা করেছে জেলা বিদ্যালয় পরিদর্শক। জানা গেছে, মানকর গার্লস স্কুলের ছাত্রী রক্তিমা ঘোষাল মাধ্যমিক পরীক্ষার সিট পরেছে মানকর উচ্চ বিদ্যালয়। সেখানে দুটি পরীক্ষা ভালো ভাবে হলেও তৃতীয় পরীক্ষার আগের দিন হঠাৎ করে ডাইরিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। পরীক্ষা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে তার পরিবারের সদস্যরা। এর পরই পরিবারের লোকেরা স্কুল পরিচালন সমিতিকে জানানলে তারাই উদ্ধতোন কতৃপক্ষকে জানালে কতৃপক্ষ হাসপাতালের বেডেই পরীক্ষা দেবার ব্যবস্থা করা হয়। রক্তিমার বাবা জানান, গতকাল সকাল থেকে তার মেয়ে অসুস্থ হওয়ার কারণে প্রথমে ঔষধের দোকান থেকে ঔষধ এনে খাওয়ান। বিকেল পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় তাকে মানকর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা করিয়ে বাড়ি নিয়ে আসেন। রবিবার রাত্রি দুটো নাগাদ হঠাৎ বমি শুরু হলে তাকে পূণরায় মানকর গ্ৰামীন হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাকে ভর্তি রেখে শুরু হয় চিকিৎসা। সকালে তার বাবা স্কুল পরিচালন কমিটিকে জানালে তারা জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসে যোগাযোগ করেন। সেখান থেকে নির্দেশ পেয়ে হাসপাতালের মধ্যেই তার পরীক্ষার ব্যাবস্থা করা হয়। এরপরই এক হাতে সেলাইন আর এক হাতে পেন নিয়ে পরীক্ষা দিতে শুরু করে রক্তিমা। এদিকে পরীক্ষা কেন্দ্রের বাইরে বসে থাকতে দেখা যায় তার বাবা ও মাকে। মানকর গ্ৰামীণ হাসপাতালে চিকিৎসক উজ্জল চৌধুরী জানিয়েছেন, রক্তিমার কাল থেকেই ডায়রিয়া হয়েছে, রাতে তাকে হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা শুরু করা হয়। সাথে সাথে আজ তার পরীক্ষার দিতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ নজর রাখছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct