সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বনদপ্তরের গাছ অভিনবভাবে হত্যা করার অভিযোগ একটি হোটেল মালিকের বিরুদ্ধে, ক্ষোভ স্থানীয়দের, অভিযোগ অস্বীকার অভিযুক্তের, তদন্তের আশ্বাস বনদপ্তরের । বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের অধীনে বিষ্ণুপুর লাইট হাউজ মোড় সংলগ্ন এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেল মালিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয়দের, জাতীয় সড়কের পাশে পূর্ত দপ্তরের জায়গায় এবং বনদপ্তর এর জায়গায় বনদপ্তরের একাধিক গাছকে মেঝের উপর রেখে যেভাবে বেআইনিভাবে হোটেল বানানো হয়েছে তা দেখে তাঁরা কার্যত তাজ্জব বনে যান। শুধু তাই নয়। আগুনের ছাই এবং কেরোসিন দিয়ে ধীরে ধীরে যেভাবে একের পর এক গাছ মেরে ফেলা হচ্ছে তা দেখে বনকমিটির সদস্যরা আধিকারিকদের সামনে ক্ষোভ উগরে দেন। অভিযোগ ওই হোটেল মালিক হোটেলের পেছনে থাকা গাছগুলিকে ভয়ংকর পদ্ধতিতে ধ্বংস করছে, গাছের ভেতরে জ্বালানি পদার্থ ঢুকিয়ে তা রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ফলে অগ্নিদগ্ধ হয়ে কয়েকদিনের মধ্যেই মৃত্যু হচ্ছে সেই গাছের, এমন কি বেশ কিছু গাছ রয়েছে হোটেলের চালা ভেদ করে দাঁড়িয়ে রয়েছে, ঘটনা কে কেন্দ্র করে এলাকার স্থানীয় বাসিন্দারা এবং বন সুরক্ষা কমিটির সদস্যরা হোটেল সংলগ্ন জঙ্গলে এসে ক্ষোভ প্রকাশ করেন, তড়িঘড়ি ঘটনাস্থলে আছে বনদপ্তরের আধিকারিকরা, সরজমিনে বিষয়টি তদন্ত করে দেখেন, এমনকি বিষ্ণুপুরের বিট অফিসার তিনিও বলেন হোটেল মালিকের এই ধরনের কার্যকলাপ ঠিক হয়নি তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে তাকে নোটিশ দেওয়া হবে। সমস্ত অভিযোগ অস্বীকার করেন হোটেল মালিক তার দাবি তিনি কিছু জানেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct