মাফরুজা মোল্লা, ক্যানিং, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ও বারুইপুর থানার মধ্যস্থ পিয়ালী নদীর থাকা বেহাল দশা কাঠের সেতুর।আর জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত এলাকাবাসী ও স্কুলের পড়ুয়াদের। ভগ্নদশা প্রায় কাঠের সেতুটি। এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষের কাছে। ক্যানিংয়ের ডেভিসাবাদ, হাটপুকুরিয়া, দক্ষিণ ডেভিসাবাদ,মরাপিয়া, বালুইঝাঁকা ও বারুইপুরের জয়াতলা , বিন্দা খালি, উত্তরভাগ, মৌতলা গোড়দা গ্রামের বাসিন্দাদের। আর ওই কাঠের সেতুটি এখন মরণ ফাঁদ এলাকাবাসীর। আর এমনই চিত্র দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ও বারুইপুরের মধ্যস্থ পিয়ালী নদীর উপর কাঠের সাঁকোটি। আর মৃত্যুকে সঙ্গী করে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে দুপারের স্থানীয় বাসিন্দাদের। দিনের বেলায় কোনক্রমে যাতায়াত করলেও রাতের বেলায় তা আরো বিপদজনক হয়ে ওঠে। বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের ও জয়াতলা হাই স্কুলের পড়ুয়াদেরকে। আর দীর্ঘদিন সংস্কারের অভাবে ভগ্নদশা প্রায় ওই কাঠের সেতুটি। আর ওই কাঠের সেতুটি উপর দিয়ে নিত্যদিন যাতায়াত , টোটো, মোটর সাইকেল, সাইকেল, অটো। আর প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, সেতুটি দ্রুত সংস্কার করা হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct