সেখ রিয়াজউদ্দিন ও আজিম শেখ, বীরভূম, আপনজন: বীরভূমের ময়ূরেশ্বর ১ নং ব্লকের মল্লারপুর থানার গোয়ালা গ্রামে একটি টোল ট্যাক্সকে ঘিরে বিক্ষোভের জের অব্যাহত। আজকে আবার টোল ট্যাক্স অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। আন্দোলনকারীদের দাবি, জেলা পরিষদের টেন্ডার বা টোকেন অনুযায়ী,মহম্মদবাজারের মাসরা-ঠাকুরপুড়া রাস্তায় টোল ট্যাক্স নেওয়ার কথা থাকলেও পরিবর্তে সম্পূর্ণ বেআইনি ভাবে অন্য রাস্তার উপর টোল ট্যাক্স নেওয়া হচ্ছে। তাদের আরো অভিযোগ, যে ওয়ার্ক অর্ডার রয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে মাসরা ঠাকুরপুড়া থেকে গনপুর চাঁদনিমোড় রাস্তার টোল তুলতে পারবে। কিন্তু এরা প্রকাশ্যে প্রশাসনের চোখের সামনে মল্লারপুর শালবাদরা যাবার পথে গোয়ালা মোড়ে টোল আদায় করছে।উল্লেখ্য রবিবার উক্ত টোল বন্ধের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। অভিযোগ টোলটি সম্পূর্ণ অবৈধ। প্রশাসনের নজরে আনা স্বত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি।অভিযোগের প্রেক্ষিতে টোল কর্মী বলেন, “আমরা জেলা পরিষদের নির্দেশে কাজ করি। আমাদের কাছে সব কাগজ আছে। বড় গাড়ি ১৭০ টাকা, ছোটো গাড়ি ৮০ টাকা নেওয়া হয়। প্রতিদিন এই রাস্তায় হাজারের বেশি ডাম্পার পাথর নিয়ে যাচ্ছে।’’ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বীরভূম জেলা পরিষদ। সূত্রের খবর, জেলা পরিষদের দেওয়া টোল আদায়ের সময়সীমা ৬ মাস। অর্থাৎ ৩০ অক্টোবর ২০২৩ থেকে ২৯ এপ্রিল ২০২৪ পর্যন্ত মেয়াদ রয়েছে।উক্ত রাস্তার উপর টোল ট্যাক্সের জন্য জেলা পরিষদ এক কোটি টাকার বেশিতে ৬ মাসের জন্য লিজ দেওয়া হয়েছে। স্থানীয় জনগণ সহ আন্দোলনকারীদের বক্তব্য প্রশাসনের মদতেই চলছে এই টোল ।ইতিপূর্বে প্রশাসন এসে কিছুক্ষণের জন্য টোল আদায় স্থগিত রাখলেও ফের বেপরোয়া ভাবেই চলছে সেই টোল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct