জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। অভিযোগ এলাকায় জল নিকাশি ব্যাবস্থা বেহাল, তারই পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ। ঘটনা প্রসঙ্গে জানা যায় কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লেনিননগর ও পল্লীশ্রী দুটি এলাকার বসবাসযোগ্য পরিবেশে নিকাশি ব্যবস্থা না থাকার দরুন দীর্ঘদিন ধরে নোংরা জল তাদের বসবাসের জায়গায় ঢুকে যায়। কিছু জায়গায় নিকাশি ব্যবস্থা থাকলেও সেগুলো দীর্ঘদিন পরিষ্কার না করার ফলে নোংরা জল বেরোনোর পথ প্রায় বন্ধ। যার ফলে বিগত পঞ্চায়েত ও বর্তমান পঞ্চায়েতের লোককে জানিয়েও কোনরকম সুরাহা আজও পর্যন্ত হয়নি ঐ এলাকায়। বিগত পঞ্চায়েতের প্রধান ও বর্তমান পঞ্চায়েত এর প্রধান সহ স্থানীয় বিধায়ক এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় মানুষদের নিকাশি ব্যবস্থা সুবন্দোবস্ত করার আশ্বাস দিলেও আজও পর্যন্ত তার ফল প্রকাশ হয়নি। তাই দুই এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে আজ পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করে, পরে অবশ্য সটাং পঞ্চায়েত অফিসে তালা পর্যন্ত ঝুলিয়ে দেয়। তাদের অভিযোগ ছোট ছোট শিশু থেকে এলাকার মানুষজন নোংরা জলে বসবাস করছে। এমনকি তাদের শোয়ার ঘরে পর্যন্ত নোংরা জল ঢুকে যাওয়ার ফলে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে। ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে সরকারি নির্দেশিকা ও সচেতনতা থাকা সত্ত্বেও কোন রকম ভাবে কর্ণপাত করে না পঞ্চায়েত। তাদের দাবি অবিলম্বে তাদের নিকাশী শহ এলাকার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে দিতে হবে। তা না হলে তারা আরো বড় আন্দোলনে সামিল হবে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ আজ সাধারণ মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে ,তাই তারা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছে। দীর্ঘদিন স্থানীয় পঞ্চায়েত কে বলা সত্বেও কোনরকম কর্ণপাত না করার ফলেও আজ এই অবস্থা। আমরাও এই পরিস্থিতি নিয়ে স্থানীয় পঞ্চায়েতকে স্মারকলিপি জমা দিল কোন রকম কর্ণপাত আজও পর্যন্ত করেনি পঞ্চায়েত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct