মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: আবার ৪ জন অফিসার ধরা পড়লো মেমারিতে। যাদের মধ্যে একজন রেলওয়ে ডিপার্টমেন্টের অফিসার, একজন আরপিএফ ও দুজন গ্রুপ ডি কর্মী। শনিবার রাতে মেমারি থানার অন্তর্গত পালসিট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চারজনকে। মেমারি থানার পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা শনিবার রাতে একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা নীলবাতি দেওয়া চারচাকা সাদা স্কোরপিও গাড়ী পালসিট টোলপ্লাজা পাড় করে । টোলপ্লাজার কিছুটা দূরে রাস্তায় ওভারটেক করা নিয়ে একটি জায়গায় স্থানীয় মানুষদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং স্থানীয়দের সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশকে। মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদরে অসংলগ্ন কথা বার্তার ফলে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। তল্লাসি চালানোর পর তাদের কাছ থেকে কেন্দ্র সরকারের অফিসারের ভুয়ো পরিচয়পত্র ও বেশ কিছু সন্দেহজনক নথিপত্র পাওয়া যায়। এছাড়াও তাদের কাছে পাওয়া যায় একটি আগ্নেয়াস্ত্র সহ চার রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা যায় উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা ধৃত সন্দীপ বিশ্বাস ভারতীয় রেলের কমার্শিয়াল ও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আই আর টি এস এর ভুয়ো অফিসার ও রেলওয়ে কর্মী নিয়োগের বোর্ডের সদস্য, বারাসাতের বাসিন্দা শুভম রায় ভুয়ো আর পি এফ এর ড্রেস পড়ে ভুয়ো আর পি এফ অফিসার সেজেছিলেন। এছাডা়ও মধ্যমগ্রামের বাসিন্দা শুভম রায় ও কবিরুল আলি ভুয়ো গ্রুপ ডির সরকারী কর্মী বলে পরিচয় দিয়ে নীলবাতি লাগানো ও ভারত সরকার লেখা সাদা গাড়ি নিয়ে ঘুরছিল। ধৃত চারজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারা রুজু করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct