আপনজন ডেস্ক: মালদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু পার্লামেন্টে বলেছেন, ‘কোনও দেশকে আমাদের সার্বভৌম ক্ষমতায় হস্তক্ষেপ করতে দেব না।’সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো দেশের নাম উল্লেখ না করলেও পরোক্ষভাবে তিনি ভারতকেই এসব কথা বলেছেন। ভারতীয় সেনা প্রত্যাহার নিয়ে তৈরি হওয়া জট কাটাতে শুক্রবার দিল্লিতে বৈঠকে বসেছিল ভারত ও মালদ্বীপের প্রতিনিধিরা। কিন্তু তাতে কোনও সমাধান মেলেনি। সোমবার প্রেসিডেন্ট মুইজ্জু সংসদে স্পষ্ট ঘোষণা করেন যে, ভারতীয় সেনাকে চলে যেতেই হবে। বাইরের কাউকে তিনি দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলাতে দেবেন না।
প্রেসিডেন্টের পদে বসার পরই মুহাম্মদ মুইজ্জু মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের ঘোষণা করেন। ১০ মের মধ্যে ভারতীয় সেনাকে সেদেশ থেকে চলে যেতে হবে বলে জানানো হয়। পরে ভারত আলোচনার মাধ্যমে এই বিষয়ে সমাধান বের করতে চেয়েছিল। কিন্তু এটা পরিষ্কার, মুইজ্জু তার সিদ্ধান্তেই অনড়।এর আগে মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট মুইজ্জু জানিয়েছেন, তার সিদ্ধান্তের সঙ্গে নয়াদিল্লিও একমত হয়েছে। সেই প্রেক্ষিতে দেশের তিনটি বিমানবন্দরের একটি থেকে ভারতীয় সেনা ১০ মার্চের মধ্যে এবং বাকি দুটি থেকে ১০ মের মধ্যে সরে যাবে। মালদ্বীপের প্রেসিডেন্ট আরো জানান, মালদ্বীপ ভারতের সঙ্গে আর কোনও চুক্তি নবায়ন করবে না। স্বাস্থ্য এবং মানবিক পরিষেবা দিতে মালদ্বীপে ৮০ জনের বেশি ভারতীয় সেনা রয়েছেন। তারা চলে গেলে তাদের জায়গায় সাধারণ মানুষকেই এই কাজের দায়িত্ব দেওয়া হবে। মালদ্বীপের নিয়ম অনুযায়ী, প্রতি বছরের শুরুতে পার্লামেন্টে বিশেষ ভাষণ দেন প্রেসিডেন্ট। দেশের সার্বিক উন্নতির চিত্র তুলে ধরার পাশাপাশি আগামী দিনে কোন পথে দেশ এগোতে পারে, সেই নিয়ে বক্তব্য পেশ করেন। কোনও সমস্যা হলে কীভাবে তার মোকাবেলা করা হবে সেই আলোচনাও হয় এই বক্তৃতায়। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই পার্লামেন্টে মুইজ্জুর প্রথম ভাষণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct